Koel Mallick

World Yoga Day: সব ‘অ-সুখ’ দূরে রাখতে পারেন কি কোয়েল মল্লিক? কী বলেন অভিনেত্রী

কোয়েল মল্লিক দিলেন একটি বুদ্ধিদীপ্ত পোস্ট। মনে করালেন, নিয়মিত যোগ আসনের অভ্যাস থাকলে কী উপকার হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১৪:১৪
Share:

অভিনব ভঙ্গিতে অনুরাগীদের ‘বিশ্ব যোগ দিবস’ ভাল কাটানোর বার্তা দিলেন কোয়েল। ছবি: ইনস্টাগ্রাম

যোগ দিবসে তিনি একটু মজা করলেন অনুরাগীদের সঙ্গে। আসনের প্রতি সকলের মন টানতে খেলার ছলে প্রশ্ন ছুড়ে দিলেন কোয়েল মল্লিক। ভিডিয়ো বানিয়ে জানতে চাইলেন, কোন কোন আসন করছেন তিনি। নাম বলতে হবে সব ক’টির।

Advertisement

যোগ দিবসে তারকাদের ইনস্টাগ্রামের পাতা আসনের ছবিতে ভর্তি। রোজ যে কাজ তাঁরা একাই করেন, এই দিনটা বেছে নিয়েছেন তার মাধ্যমে সকলকে অনুপ্রেরণা জাগোতে। কেউ যোগের সুফলের কথা বলছেন। কেউ আবার কী ভাবে ব্যায়াম এবং ধ্যান করলে বেশি কার্যকর হবে, তা মনে করাচ্ছেন।

কোয়েল মল্লিক দিলেন একটি বুদ্ধিদীপ্ত পোস্ট। মনে করালেন, নিয়মিত যোগ আসনের অভ্যাস থাকলে কী উপকার হতে পারে। নানা আসনের ভঙ্গিতে নিজের ছবি দিয়ে অভিনেত্রী লিখলেন, ‘সব অ-সুখ হোক বিযোগ। Yoga হোক life-এ যোগ’! এভাবেই বুঝিয়ে দিলেন, শুধু শরীর ভাল রাখা নয়, সুখে থাকার চাবিকাঠিও এই যোগ।

Advertisement

অভিনব এই ভঙ্গিতেই অনুরাগীদের ‘বিশ্ব যোগ দিবস’ ভাল কাটানোর বার্তা দিলেন কোয়েল। ভিডিয়োর শেষে সকলকে সুস্থ থাকতেও বললেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement