Viral

স্বামীকে ৩৫ জন মহিলার সঙ্গে ভাগ করেও নেই আক্ষেপ! সুখে থাকার রহস্য ফাঁস করলেন তরুণী

ইনস্টাগ্রামে হানি ব্রুকস নামে ওই মহিলার দাবি, স্বামীর ইচ্ছায় নয়, তাঁর ইচ্ছেতেই তাঁদের শোয়ার ঘরে অন্য মহিলারা প্রবেশ করেছেন। এতেই কি লুকিয়ে সুখী দাম্পত্যের রহস্য?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ১৬:১৩
Share:

হানি ব্রুকসের মতে ‘ওপেন ম্যারেজ’-এই লুকিয়ে সুখ। ছবি: ইনস্টাগ্রাম।

দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় কী? সম্প্রতি অস্ট্রেলিয়ার বাসিন্দা এক মহিলা সমাজমাধ্যমে ভাগ করে নিলেন সুখী দাম্পত্য লাভের আজব উপায়। তরুণী দাবি করলেন, বিগত কয়েক বছরে তিনি ৩৫ জন অন্য মহিলার সঙ্গে নিজের স্বামীকে ভাগ করে নিয়েছেন, আর সেই কারণেই নাকি তাঁর বিবাহিত জীবন এতটা সুখের হয়েছে।

Advertisement

ইনস্টাগ্রামে হানি ব্রুকস নামে ওই মহিলা দাবি, স্বামীর ইচ্ছায় নয়, তাঁর ইচ্ছাতেই তাঁদের শোয়ার ঘরে অন্য মহিলারা প্রবেশ করেছেন। স্বামীর সঙ্গে এক ঘরে অন্য মহিলাকেও দেখতে তাঁর নাকি কোনও সমস্যা হয় না। হানি বলেন, ‘‘আমাদের বিয়ের পরে অনেকেই বলতেন, আমাদের বিয়ে নাকি খুব বেশি দিন টিকবে না। আমদের দেখে নাকি সুখী মনে হয় না। এই ধারণাগুলি শুনতে আমার বিরক্ত লাগত। আমি ‘ওপেন ম্যারেজ’-এর ধারণায় বিশ্বাসী। বর আমার পাশাপাশি অন্য মহিলার সঙ্গেও শারীরিক সম্পর্ক রাখতেই পারে, শুধু সে বিষয়ে আমার জানা থাকলেই হল।’’

হানি মনে করেন, ‘ওপেন ম্যারেজ’-এর ধারণাই তাঁদের সম্পর্ককে টিকিয়ে রেখেছে। তিনি বলেন, ‘‘আমার এই প্রস্তাবে প্রথম থেকেই আমার বর রাজি ছিলেন। আমরা মনে করি, সুখে থাকাটাই আসল ব্যাপার। সম্পর্কে একে অপরকে না ঠকালেই হল।’’

Advertisement

হানি পেশায় এক জন সমাজমাধ্যম প্রভাবী। তাঁর এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে তাঁকে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। কেউ বলেছেন, ‘‘তুমি তোমার স্বামীকে সুখ দিতে পারো না বলেই এই পথ বেছে নিয়েছ।’’ কেউ আবার বলেছেন, ‘‘আমার সঙ্গীতে অন্য কারও সঙ্গে ভাগ করে নেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারব না।’’ অনেকেই আবার হানির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এক জন লিখেছেন, ‘‘এটা তোমার জীবন, তুমি কী ভাবে সম্পর্ক টিকিয়ে রাখবে, তা একান্তই তোমার উপর।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement