Bizarre

ঘুমের মধ্যেও চোখ খুলে রাখেন স্বামী, আতঙ্কে ঘুমোতে পারেন না স্ত্রী

যিনি নিজের অভিজ্ঞতা জানিয়েছেন, সেই তরুণীর নাম পেটন ভিডমার। তাঁর স্বামী কোলটনই চোখ খুলে ঘুমোন বলে দাবি করেছেন ওই তরুণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১৮:৪৫
Share:

এ ভাবেই চোখ খুলে ঘুমোন তাঁর স্বামী, ভিডিয়ো করে জানিয়েছেন মহিলা। ছবি: সংগৃহীত

ঘুমের সময়ে চোখ বুজে নয়, চোখ খুলে ঘুমোন স্বামী। তাই স্বামী ঘুমিয়ে রয়েছেন না জেগে আছেন, তা বোঝার কার্যত কোনও উপায় নেই। কখনও জেগে থাকলেও ধরা যায় না, কখনও আবার কথা বলতে গিয়ে বুঝতে পারেন স্বামী আদৌ জেগে নেই, অঘোরে ঘুমিয়ে রয়েছেন তিনি। সমাজমাধ্যমে এমনই অভিজ্ঞতার কথা শোনালেন এক তরুণী।

Advertisement

যিনি নিজের অভিজ্ঞতা জানিয়েছেন, সেই তরুণীর নাম পেটন ভিডমার। তাঁর স্বামী কোলটনই চোখ খুলে ঘুমোন বলে দাবি করেছেন ওই তরুণী। সম্প্রতি পেটন একটি ভিডিয়ো করেন। সেখানেই নিজের ঘুমন্ত স্বামীর মুখ দেখান তিনি। সেই ভিডিয়োতেই তিনি জানান, এ ভাবেই চোখ খুলে ঘুমোন তাঁর স্বামী। ভিডিয়োতে দেখা যায়, কিছু ক্ষণ পর স্বামীকে নাম ধরে ডাকেন পেটন। তার পর জেগে ওঠেন তিনি। প্রথমে স্বামী কিছুই বুঝতে পারছিলেন না। পরে পেটন তাঁকে ঘুম থেকে ডেকে তোলার কারণ জানান। এত দিন একসঙ্গে থাকার পরেও স্বামীর চোখ খুলে ঘুমোনো দেখে আতঙ্ক তৈরি হয় তাঁর মনে, জানিয়েছেন পেটন।

এত দিন একসঙ্গে থাকার পরেও স্বামীর চোখ খুলে ঘুমোনো দেখে আতঙ্ক তৈরি হয় তাঁর মনে, জানিয়েছেন পেটন। প্রতীকী ছবি

ভিডিয়োটি ইতিমধ্যেই আড়াই কোটি মানুষ দেখেছেন সমাজমাধ্যমে। বিজ্ঞান অবশ্য বলছে, এই বিষয়টি খুব একটা বিরল নয়। আমেরিকার স্লিপ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রতি ২০ জন মানুষের মধ্যে এক জন কমবেশি চোখ খুলেই ঘুমোন। কিন্তু ঘুমের মধ্যে তা নিজেরা বুঝতে পারেন না। চোখের পলকের সমস্যা ও মুখের বিভিন্ন স্নায়ুর সমস্যা থাকলে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে সেখানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement