Virat Kohli

বিরাটকে জড়িয়ে ধরে ঠোঁটে প্রকাশ্যে চুমু তরুণীর! তার পর কী করলেন কোহলি? হতবাক অনুরাগীরা

এক তরুণী বিরাটকে প্রকাশ্যে চুমু খেলেন! আর সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে। ঠিক কী ঘটেছিল?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৮
Share:

দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো রয়েছে। ছবি: টুইটার

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্য বহু নারীর হৃদয় ব্যাকুল। স্বপ্নের নায়ক বিরাটকে এক বার ছুঁয়ে দেখার ইচ্ছা অনেক তরুণীর! তবে স্বপ্নপূরণ আর ক’জনেরই বা হয়। বিরাটকে এক ঝলক সামনে থেকে দেখার জন্য তাঁর একাধিক অনুরাগী বিভিন্ন সময় ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়েন। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কখনও তাঁরা বিরাটের পায়ে ঝাঁপিয়ে পড়েন, কখনও আবার তাঁর সঙ্গে নিজস্বী তোলার আবদার করেন! সম্প্রতি এক তরুণী বিরাটকে প্রকাশ্যে চুমু খেলেন! আর সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে।

Advertisement

বিরাট এখন দেশের মাটিতে চলতি ‘বর্ডার গাওস্কর ট্রফি’-তে খেলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে ভারত। তারই মাঝে বিরাটের অনুরাগীর সঙ্গে ভাইরাল হল এক ভিডিয়ো।

দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো রয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই মূর্তির ঠোঁটে ঠোট রাখছেন এক তরুণী। তাঁর চোখেমুখে ভালবাসার ছাপ। কেবল তা-ই নয়, তার পরেই নিজের গালটিও তিনি বাড়িয়ে দিচ্ছেন কোহলির মূর্তির দিকে।

Advertisement

কোহলির অনুরাগীর এমন কাণ্ড দেখে নেটাগরিকরা নানা রকম মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘‘এমন তরুণীদের থেকে মূর্তিগুলিও সুরক্ষিত নয়।’’ আর এক জন লিখেছেন, ‘‘বৌদি এই ভিডিয়োটি দেখলে ওঁর ঠোঁটই কেটে দেবেন!’’ এই ঘটনার পর এখনও কোনও রকম মন্তব্য করেননি বিরাট। ভিডিয়ো দেখে কী বলবেন অনুষ্কা, তা নিয়েও নেটাগরিকদের মধ্যে মশকরা চলছে।

দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাটও এখন স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকাার সঙ্গে সময় কাটাচ্ছেন। তারই মাঝে এমন ঘটনায় চর্চার কেন্দ্রে বিরাট!

রইল সেই ভিডিয়োর ঝলক...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement