বিনা মেঘে বাজ পড়ার মতো মধ্যরাতে কাজ হারানোর খবরে স্বাভাবিক ভাবেই দিশেহারা কর্মীরা। ছবি- প্রতীকী
বিশ্ব জুড়ে ছাঁটাইয়ের যে ঢল শুরু হয়েছে, তা কারও অজানা নয়। অ্যামাজ়ন, টুইটার, মেটা, জ়োম্যাটো, গুগল-এর মতো সংস্থা যেমন রয়েছে, তেমন রয়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার নামও। সম্প্রতি ১২ হাজার কর্মীকে এক ধাক্কায় ছাঁটাই করার জন্য খবরের শিরোনামে উঠে আসে গুগলের নাম। বিনা মেঘে বাজ পড়ার মতো মধ্যরাতে কাজ হারানোর খবরে স্বাভাবিক ভাবেই দিশাহারা কর্মীরা। বিভিন্ন সমাজমাধ্যমে তাঁরা জানিয়েছেন কী ভাবে বিভিন্ন সংস্থা না জানিয়ে তাঁদের কাজ থেকে ছাঁটাই করেছে, সেই করুণ কাহিনি।
তবে তারই মাঝে আশার খবর দিলেন কাজ হারানো এক মহিলা। জানালেন, কাজ হারানোর তিন দিনের মধ্যে কী ভাবে নতুন চাকরিতে নিযুক্ত হলেন তিনি। শুধু তা-ই নয়, আগের বেতনের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি বেতন, বাড়ি থেকে কাজ এবং অন্যান্য অনেক সুবিধাও তিনি পেয়েছেন, যা আগের চাকরিতে ছিল না। ওই মহিলা বলেন, “মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে জানতে পারি, চাকরি নেই। কিন্তু শুক্রবারের মধ্যেই আবার নতুন চাকরিতে যোগ দিই।”
চাকরি যাওয়ার মানে যে জীবন ব্যর্থ, এমনটা না ভেবে নিজেকেই নিজের পাশে দাঁড়ানোর যোগ্য করে তোলার পরামর্শ দিয়েছেন ওই মহিলা। তিনি বলেন, “অন্যের সিদ্ধান্তে নিজেকে প্রশ্নের মুখে দাঁড় করাবেন না। আপনি কেমন বা আপনার কেমন হওয়া উচিত, তার বিচার নিজেই করতে শিখুন।”
জীবনযুদ্ধে হার না মানা ওই মহিলার কাহিনি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ৭৭ লক্ষ মানুষের ভালবাসা পেয়েছে। কেউ কেউ তাঁর এই মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। আবার বাঁকা নজরে দেখার মানুষও কম নেই। কাজ চলে যাওয়ার পর এক মহিলার এত তাড়াতাড়ি আবার নতুন কাজ পাওয়ার পিছনে অন্য অভিসন্ধিও খুঁজে বেড়াচ্ছেন অনেকে।