Crime News

মদ, গাঁজা খাইয়ে নাবালকের সঙ্গে শারীরিক সম্পর্ক, গ্রেফতার তিন সন্তানের মা

২৮ বছর বয়সি নিকোল লাইন মাঝেমধ্যেই একাকিত্ব অনুভব করলে ১৫ বছরের নাবালকটিকে তাঁর বাড়িতে ডাকতেন নানা অছিলায়। তখনই ঘটল বিপদ!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৫:১৭
Share:

নাবালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। ছবি: সংগৃহীত।

নাবালক ছেলেকে মদ্যপান করিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগে দু’বছরের জেল হল তিন সন্তানের মায়ের। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ক্যান্টাবেরিতে। ২৮ বছর বয়সি নিকোল লাইন মাঝেমধ্যেই একাকিত্বে ভুগলে ১৫ বছরের নাবালকটিকে তার বাড়িতে ডাকতেন নানা অছিলায়। ছেলেটির মনে হয়েছিল, মহিলা বুঝি তার প্রেমে পড়েছেন। বাড়িতে ডেকে নিকোল নাবালকে গাঁজা ও মদ খাওয়াতেন।

Advertisement

নাবালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। পুলিশকে জানিয়েছে, ওই মহিলা নানা অজুহাতে তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। মদ ও গাঁজা সেবনের পর সে অন্য জগতে চলে যেত। ওই মহিলা তাকে যৌন ইঙ্গিত দিতেন। ওই কিশোর বলে, "আমি ভাবতাম সবটাই অপার ভালবাসা। তবে কিছু দিন পরেই বুঝতে পারি আমার সঙ্গে কিছু অন্যায় হচ্ছে। আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ি। কখনও নেশা করতে মন চাইত, পরক্ষণেই আবার যৌন চাহিদা জাগত। এই সম্পর্ক আমাকে মানসিক আঘাতের পাশাাপাশি শারীরিক আঘাতও দিয়েছে।’’

গ্রেফতার হওয়ার পর ওই মহিলাও নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, ‘‘জানি আমি ভুল কাজ করেছি। আমি ওর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। ও আমাকে ভালবাসত। নিজের ইচ্ছায় আমার কাছে আসত। আমি ওকে গাঁজা দিতাম, তবে মাদক দিইনি কখনও।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement