Bizarre

৯৮ বছরের মহিলার নাতিপুতির সংখ্যা ৫৯৯! পরিবার আরও ফুলেফেঁপে উঠুক, বলছেন দিদিমা

নাতি-নাতনির মুখ দেখা সব দিদিমাদের কাছে বড় আনন্দের। তবে কর্ডেলিয়া মে হকিন্সের জীবনে খুশির মুহূর্ত বোধ হয় একটু বেশিই এসেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৮:৩৯
Share:

নতুন প্রজন্মের মুখ দেখে বেজায় খুশি কর্ডেলিয়া। ছবি: সংগৃহীত।

জীবনে প্রথম কিছু ঘটার মুহূর্তটা সব সময়েই খুব ‘স্পেশ্যাল’! জীবনে কখনও কখনও এমন অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে, যেটা ঘটার কোনও সম্ভাবনাই থাকে না, আর ঘটে গেলে সারা বিশ্বের বিস্ময় হয়! নাতি-নাতনির মুখ দেখা সব দিদিমাদের কাছেই বড় আনন্দের। তবে কর্ডেলিয়া মে হকিন্সের জীবনে খুশির মুহূর্ত বোধ হয় একটু বেশিই এসেছে।

Advertisement

৯৮ বছর বয়স্কা এই মহিলার নাতিপুতি ও তাদের নাতিপুতি মিলিয়ে সংখ্যা কম নয়। সম্প্রতি ওই মহিলার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে মহিলার কোলে খিলখিলিয়ে হাসতে তাঁর পঞ্চম প্রজন্ম। ছবিতে মহিলা বিছানায় বসে রয়েছেন, তাঁর পিছনে দাড়িয়ে তাঁর পরবর্তী চার প্রজন্ম এবং কোলে তাঁর পঞ্চম প্রজন্ম। একই ফ্রেমে ক্যামেরাবন্দি হলেন ছয় প্রজন্ম। এই ছবি ভাইরাল হওয়া মাত্র কর্ডেলিয়া ও তাঁর পরিবার এখন খবরের শিরোনামে।

১৬ বছর বয়সে কর্ডেলিয়া বিয়ে করেন। তখন তাঁর স্বামীর বয়স ৫০। বিয়ের সময়ে তাঁর স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর ১০ জন সন্তান ছিল। বিয়ের পর কর্ডেলিয়ার ১৩টি সন্তান হয়। বিয়ের পর প্রায় ৮০ বছর কেটে গিয়েছে। এখন তাঁর ১০৬ নাতিপুতি। নাতিপুতিদের সব মিলিয়ে ২২২টি সন্তান। এই ২২২ জনের আবার ২৩৪টি সন্তান রয়েছে। এই সন্তানদের মধ্যে কারও কারও বিয়েও ইতিমধ্যে হয়ে গিয়েছে। তাঁদেরও ৩৭ জন সন্তান রয়েছে। সব মিলিয়ে হিসাব কষলে উত্তর প্রজন্মের সংখ্যা ৫৯৯ জন।

Advertisement

নতুন প্রজন্মের মুখ দেখে বেজায় খুশি কর্ডেলিয়া। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। তাঁর পরিবার আরও ফুলেফেঁপে উঠুক, এমনই স্বপ্ন তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement