Lifestyle News

সেক্স, অ্যালকোহল, চকোলেট নয়, সবাই এখন বুঁদ ওয়াই-ফাই নেশায়

কীসের নেশায় এখন সবচেয়ে বেশি আক্রান্ত মানুষ? ধূমপান, চকোলেট, মদ্যপান নাকি যৌনতা? শুনলে অবাক হবেন এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে শুধু একটিই মাত্র নেশা। ওয়াই ফাই-এর নেশা। নতুন সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ১৩:০১
Share:

কীসের নেশায় এখন সবচেয়ে বেশি আক্রান্ত মানুষ? ধূমপান, চকোলেট, মদ্যপান নাকি যৌনতা? শুনলে অবাক হবেন এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে শুধু একটিই মাত্র নেশা। ওয়াই ফাই-এর নেশা। নতুন সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।

Advertisement

গ্লোবাল মোবাইল কানেকটিভিটি সংস্থা আইপাস ১,৭০০ জনের ওপর এই সমীক্ষা চালিয়েছিলেন। দেখা গিয়েছে ৪০ শতাংশ অংশগ্রহণকারী শুধু ওয়াই ফাই কানেকশন পেতে সারা দিনে বাকি সব কিছু ভুলে যেতে পারেন। ৩৭ শতাংশ অংশগ্রহণকারী বেছে নেন সেক্স, ১৪ শতাংশের সবচেয়ে বড় নেশা চকোলেট এবং আশ্চর্যজনক ভাবে মাত্র ৯ শতাংশ অ্যালকোহলের নেশায় বুঁদ।

আইপাস-এর মুখ্য বাণিজ্যিক আধিকারিক প্যাট্রিসিয়া হিউম বলেন, ‘‘আমরা সকলেই প্রথমে ওয়াই-ফাই চাই। কারণ এতে কম খরচে এত ভাল ইন্টারনেট স্পিড পাওয়া যায়।’’ দ্য আইপাস মোবাইল প্রফেশনাল রিপোর্ট ২০১৬ অনুযায়ী ৭৫ শতাংশ ওয়াই-ফাই ব্যবহারকারী জানিয়েছেন ওয়াই-ফাই তাঁদের জীবনযাত্রার মান উন্নত করেছে। যাঁরা মোবাইলের অতিরিক্ত ডেটা কানেকশন বিল বা রোমিং চার্জ দিতে চান না তাঁদের কাছে ওয়াই-ফাই দারুণ জনপ্রিয়। বিশেষত ভ্রমণ করার সময়।

Advertisement

সমীক্ষায় দেখা গিয়েছে ৭২ শতাংশ অংশগ্রহণকারী এমন হোটেল বুক করতে পছন্দ করেন যেখানে ওয়াই-ফাই সুবিধা রয়েছে। তার মধ্যে ২১ শতাংশ জানান তাঁরা ওয়াই-ফাই না থাকলে সেই হোটেলে থাকতেই চান না। হিউম জানান, ‘‘এখন সকলেই চান দিনের মধ্যে ২৪ ঘণ্টা কানেকটেড থাকতে। তা তারা বাড়িতে থাকুন, রাস্তায়, বা কোনও জরুরি মিটিংয়ে। এমনকী, ৩০,০০০ ফুট উচ্চতায় বেড়াতে গিয়েও ওয়াই-ফাই কানেকশন খুঁজতে থাকেন তাঁরা।’’

আরও পড়ুন: ডায়াবেটিস, কোলেস্টরল থেকে দূরে থাকতে রোজ খান কুমড়োর স্মুদি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement