Rice Starch Uses: ভাতের ফ্যান ঝরিয়েই ফেলে দিচ্ছেন? ভুল করছেন না তো

সকলেই বাড়িতেই ফ্যান ফেলে দেওয়া হয়। এই ফ্যানেই রয়েছে বহু সমস্যার সমাধান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২১ ১৯:১৪
Share:

ছবি-- সংগৃহীত

আমাদের সকলের বাড়িতেই রোজ ভাত রান্না হয়। এই ভাতের সঙ্গে অতিরিক্ত যে জিনসটি পাই তা হল ভাতের ফ্যান। অত্যন্ত সহজলভ্য একটি জিনিস বলে আমরা সকলেই তা ফেলে দিই। কিন্তু এতেই লুকিয়ে আছে অনেক সমস্যার সমাধান।

ত্বকের সমস্যায়

Advertisement

অনেক সময়ে ছত্রাক সংক্রমণের কারণে ত্বকে একজিমা নামক রোগ হতে দেখা যায়। ফ্যান ঠান্ডা করে নিয়মিত তুলো দিয়ে সেই স্থানে লাগালে উপকার পাওয়া যায়।

ত্বকের পরিচর্যায়

Advertisement

ত্বকের টানটান ভাব বজায় রাখতে ভাতের ফ্যান দারুণ কাজ করে। এ ছাড়াও টোনার হিসাবেও ভাল কাজ করে ফ্যান।

ছবি- সংগৃহীত

গাছের যত্নে

ফ্যান ফেলে দিন, তবে তা গাছের গোড়ায় ফেলুন। প্রাকৃতিক সার হিসাবে ফ্যানের জুড়ি মেলা ভার। এতে গাছ দ্রুত বেড়ে উঠবে।

জামাকাপড় ভাল রাখতে

ভাতের ফ্যান জামাকাপড়ের মাড় হিসাবেও ব্যবহার করতে পারেন। মাড় দেওয়া জামাকাপড় আয়রন করে নিলে একেবারে নতুনের মত চমক দেবে।

চুলের সৌন্দর্যে

ভাতের ফ্যান প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে দারুণ কাজ করে। শ্যাম্পু করার পর চুলে মেখে নিতে পারেন ফ্যান। এতে চুলও কম ঝরে।

পেটের সমস্যায়

ডায়রিয়ায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ তো নিন অবশ্যই। তবে এই সময় ফ্যানের সঙ্গে এক চিমটে নুন মিশিয়ে খেলে উপশম হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement