ছবি : সংগৃহীত।
চুলের স্বাস্থ্য ভাল রাখতে অনেকেই হেয়ার মাস্ক ব্যবহার করেন। তার মধ্যে অনেকে বাড়িতেই ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে নেন হেয়ার মাস্ক। চুলের স্বাস্থ্যের জন্য অ্যাপল সাইডার ভিনিগারের উপযোগিতার কথা অনেকেই বলে থাকেন। সেই অ্যাপল সাইডার ভিনিগার দিয়ে তৈরি করা যেতে পারে হেয়ার মাস্ক। তেমনই তিনটি হেয়ার মাস্কের সন্ধান দিলেন রূপচর্চা শিল্পীরা।
ছবি: সংগৃহীত।
১। সমপরিমাণে অ্যাপল সাইডার ভিনিগার এবং মধু মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। তার পরে সেই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তার পরে ধুয়ে ফেলুন। এতে চুল হবে ঝলমলে। আসবে ঔজ্জ্বল্য।
২। অ্যাপল সাইডার ভিনিগার এবং অ্যালোভেরা জেল সমপরিমাণে মিশিয়ে সেই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। বিশেষ করে মাথার ত্বকে লাগাতে হবে। এর পরে শ্যাম্পু করে নিন। মাথার ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে এই প্যাক অত্যন্ত উপযোগী।
ছবি: সংগৃহীত।
৩। আধ কাপ পেঁয়াজের রস এবং আধ কাপ অ্যাপল সাইডার ভিনিগার এক সঙ্গে মিশিয়ে চুল ভাল করে লাগিয়ে নিন। এর পরে ধুয়ে ফেলুন মাথা। এই টোটকাও চুলকে ভাল রাখবে।
৪। চার টেবিল চামচ দইয়ের সঙ্গে দুই টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন। এই প্যাক চুলে পুষ্টি জোগাবে। চুলকে দেখাবে স্বাস্থ্যোজ্জ্বল।