Scrub

Facial Hair: মুখের লোম বাড়ছে? ঘরোয়া স্ক্রাবেই মিলবে সমাধান

সাধারণ একটি স্ক্রাব বানিয়ে নিলেই হল। নিয়মিত তা ব্যবহার করলে কমবে মুখে লোম হওয়ার সমস্যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ২১:২৬
Share:

প্রতীকী ছবি।

মুখের লোম তোলা কষ্টকর। যে কোনও জিনিস ব্যবহার করা যায় না। ত্বকে দাগ-ছোপ পড়তে পারে। এ দিকে, মুখের লোম বাড়তে থাকলে নিজেকে দেখতেও ভাল লাগে না। ফলে এ নিয়ে সমস্যা চলতেই থাকে।

Advertisement

অথচ ঘরেই আছে এমন সব জিনিস, যাতে সহজেই মিলতে পারে সমাধান। সাধারণ একটি স্ক্রাব বানিয়ে নিলেই হল। নিয়মিত তা ব্যবহার করলে কমবে মুখে লোম হওয়ার সমস্যা।

কী ভাবে বানাবেন সেই স্ক্রাব?

Advertisement

কিছুটা ওট্স গুঁড়ো করে রাখুন। তার থেকে এক চা চামচ একটি বাটিতে নিন। তার মধ্যে দিন এক চা চামচ মধু আর ৬-৮ ফোঁটা লেবুর রস। সবটা ভাল ভাবে মিশিয়ে নিন।

প্রতীকী ছবি।

মুখের যে সব অংশে লোম বেশি ওঠে, সেখানে যত্ন করে স্ক্রাবটি লাগান। মিনিট পনেরো মুখে স্ক্রাব মেখে রেখে তার পর ধুয়ে ফেলুন।

সুফল পেতে হলে নিয়ম করে ব্যবহার করতে হবে এই স্ক্রাব। মুখ ধোয়ার পর হাতে অল্প নারকেল তেল মেখে নিন। তা হলে ত্বক কোমল থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement