প্রতীকি ছবি।
সপ্তাহে অন্তত কয়েকটি দিন মাংস খাওয়া জরুরি। তাতে স্বাস্থ্যের যত্ন হয়। এর ফলে প্রয়োজনীয় বেশ কিছু ধরনের প্রোটিন পায় শরীর। তাতে কর্মশক্তি বাড়ে। যতই নিরামিষ খাবারের পক্ষে নানা যুক্তি তৈরি হোক না কেন, এখনও বহু চিকিৎসক কার্য ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে মাংস খেতে বলে থাকেন। কিন্তু এখনও অনেক চিকিৎসক আছেন, যাঁরা মাংসের পক্ষে কথা বলে থাকেন। তাই বলেই কি যে কোনও ভাবে মাংস খেলে হবে? তা কিন্তু নয়।
মাংস রান্নার ক্ষেত্রে বিশেষ ভাবে সচেতন থাকতে হবে। রান্নার ধরনের ভুলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
কী ভাবে রান্না করা মাংস খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়?
প্রতীকী ছবি
মূলত ঝলসানো মাংস খেলেই শরীরের ক্ষতি হতে পারে। অনেকেই আজকাল গ্রিল মেশিনে মাংস ঝলসে খেতে পছন্দ করেন। কিন্তু এতে মাংসের কিছুটা অংশ পুড়ে যায়। তার থেকে পলিসিস্টিক হাইড্রোকার্বন তৈরি হয়। সেই বস্তুটি শরীরের ক্ষতি করে। ক্যানসারের আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায় এর ফলে।
মাংস রান্না করার আরও নানা পদ্ধতি রয়েছে। তারই কোনও একটি রপ্ত করে নেওয়া ভাল। এমনকি, যদি গ্রিল করা মাংস খেতে ইচ্ছা করে, তবে হাল্কা তেল দিয়ে কম আঁচে রান্না করে নেওয়া যায় মাংস। তাতে স্বাস্থ্যের কম ক্ষতি হবে।