প্রতিষেধক নেওয়ার পরে কোনও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। ফাইল চিত্র
প্রতিষেধকের প্রথম ডোজ নিয়েছেন? হাতে সূচ ফোটানোর অংশটি লাল হয়ে রয়েছে? ফুলে উঠেছে? তবে কি আর দ্বিতীয় ডোজ নেবেন? এ নিয়ে চিন্তায় অনেকেই।
প্রতিষেধক নেওয়ার পরে অ্যালার্জি হচ্ছে কিছু মানুষের। কেউ বেশি সমস্যায় পড়ছেন। কারও বা শুধুই হাল্কা র্যাশ দেখা দিচ্ছে। এমন ক্ষেত্রে দ্বিতীয় ডো়জ নেওয়া নিয়ে চিন্তায় পড়ছেন কেউ কেউ। এ সব সমস্যা টের পেলেই সবের আগে নিজের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি।
দ্বিতীয় ডোজ নেবেন কি নেবেন না, তা নির্ভর করে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে, তার উপরে। প্রতিষেধক নেওয়ার পরপর শ্বাস নিতে সমস্যা হচ্ছে কারও কারও। কার কতক্ষণ সেই সমস্যা থাকছে, তার উপরে নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। ফোলা ভাব, ত্বকের উপরে লাল চাকা চাকা হয়ে যাওয়ার মতো সমস্যা অনেক সময়েই পরদিন কেটে যাচ্ছে। হাল্কা অ্যালার্জির ক্ষেত্রে চিকিৎসকেরা বেশির ভাগ সময়ে নিতেই বলছেন পরের ডোজ।