টানা জ্বর? জেনে নিন কী কী লক্ষণ অবহেলা করবেন না

অল্প জ্বর জ্বর ভাব বেশ কিছুদিন ধরেই। পেটের অবস্থাও ভাল না। দুর্বলতাও রয়েছে। বড় সড় সমস্যা না বলে এড়িয়ে গিয়েছেন। যখন ডাক্তার দেখালেন ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ১৬:৫৪
Share:

অল্প জ্বর জ্বর ভাব বেশ কিছুদিন ধরেই। পেটের অবস্থাও ভাল না। দুর্বলতাও রয়েছে। বড় সড় সমস্যা না বলে এড়িয়ে গিয়েছেন। যখন ডাক্তার দেখালেন ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। ছোট খাট শারীরিক সমস্যা দিয়েই লক্ষণ প্রকাশ করে বড় রোগ। জেনে নিন কোন কোন লক্ষণ অবহেলা করবেন না।

Advertisement

১। হঠাত্ ওজন কমে যাওয়া- ওজন কমার একটা অনুপাত থাকে। ডায়েট বা শরীরচর্চা ছাড়ে হঠাত্ করে ছয় মাসের মধ্যে সাত-আট কেজি ওজন কমে গেলে, সঙ্গে দুর্বলতা থাকলে অবশ্যই ডাক্তার দেখান।

২। ধুম জ্বর বা টানা জ্বর- মাঝে মাঝেই জ্বর হওয়া, অনেক দিন টানা জ্বর বা প্রায়শই তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে উঠে গেলে অবশ্যই ডাক্তার দেখান।

Advertisement

৩। নিশ্বাসে কষ্ট- শ্বাস ছোট হয়ে আসা, শ্বাস কষ্ট, হাঁপানি, সোঁ সোঁ আওয়াজ বড় শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে।

৪। পেটের গন্ডগোল- টানা ডায়েরিয়া বা কোষ্ঠকাঠিন্য, কালচে রঙের মল বা পেটে অস্বস্তি থাকলেও ডাক্তার দেখিয়ে নিন।

৫। আচরণ- হঠাত্ আচরণে পরিবর্তনও বড় অসুখের লক্ষণ হতে পারে। মনসংযোগে ঘাটতি, দুর্বলতা, লক্ষ্য হারিয়ে ফেলা, খিঁটখঁটে মেজাজ যে কোনও বড় অসুখের প্রাথমিক লক্ষণ হতে পারে।

৬। পেট ভার- অল্প খেয়েই যদি পেট ভার লাগা, বমি বমি ভাব বড় সংক্রমণের লক্ষণ হতেই পারে।

৭। আলোর ঝলকানি- প্রচন্ড মাইগ্রেন, আলোর ঝলকারি, ব্ল্যাক আউট হলে অবিলম্বে চিকিত্সকের পরামর্শ নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement