Jaccuzi Vs Hot Tub

জাকুজ়ি, হট টাবে স্নান আরামদায়ক, কিন্তু দু’টির তফাত কোথায় জানেন?

জাকুজ়ি এবং হট টাব। দু’টির নাম শুনেছেন। দুই ক্ষেত্রে টাবের মধ্যে আরামাদায়ক স্নানের ব্যবস্থা রয়েছে। কিন্তু তারা এক নয়। তফাত কোথায়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:২০
Share:

জাকুজ়িতে স্নান কতটা আরামদায়ক? ছবি: সংগৃহীত।

দিনভর খাটাখাটনির পর ঈষদুষ্ণ জলে স্নান করলে শরীর চনমনে হয়ে ওঠে। সেই স্নান যদি হয় বাথ টাবে, অভিজ্ঞতা আরও ভাল। তবে শুধু বাথ টাব নয়, ক্লান্ত শরীরকে আরাম দিতে হট টাব এবং জাকুজ়ির কথাও শোনা যায়। দু’টি ক্ষেত্রেই টাবের মধ্যে স্নানের ব্যবস্থা। লোকজন অনেক সময় হট টাবকে জাকুজ়ির সঙ্গে গুলিয়ে ফেলেন। কিন্তু বিষয়টি এক নয়। শখ করে তৈরি করা বাড়ির জন্য আরামদায়ক স্নানের ব্যবস্থা করতে এমন কিছু কিনতে চান? দু’টির মধ্যে কোনটি বেছে নেবেন?

Advertisement

জাকুজ়ি: জাকুজ়ি একটি ব্র্যান্ডের নাম। ১৯৫৬ সালে জাকুজ়ি ব্রাদার্স এটি তৈরি করে। এর লক্ষ্যই হল ‘হাইড্রোথেরাপি’-র মাধ্যমে ব্যথা দূর করা, স্নায়ুকে শিথিল করতে সাহায্য করা, যাতে শরীর আরাম পায়। জাকুজ়িতে জলের প্রবাহ, তাপমাত্রা, জলের চাপ— সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করা যায়। টাবে থাকে জলের বাবল, জেটের ব্যবস্থা। অর্থাৎ বাথ টাবের নীচ থেকে জল বুদবুদের মতো উঠতে থাকে। শরীরে হালকা চাপ দেয়। আর্থ্রাইটিসের রোগীদের ব্যথা নিরাময়ে জাকুজ়ি তৈরি হয়েছিল। পরে সেটি আরামের সঙ্গেও জুড়ে যায়। মূলত বিলাসবহুল রিসর্ট, হোটেলে জাকুজ়ি থাকে।

হট টাব: হট টাবও স্নানেরই জন্য। এতে জেট, বাবলের সুবিধা থাকতে পারে, আবার না-ও থাকতে পারে। সাধারণত হট টাব আকারে একটু বড় হয়। বহু জায়গাতেই হট টাব একসঙ্গে একাধিক লোকের স্নানের জন্য ব্যবহার হয়। নামেই বোঝা যাচ্ছে হট টাবে গরম জলে স্নানের ব্যবস্থা থাকে। এটিও ‘হাইড্রোথেরাপি’র জন্যই তৈরি।

Advertisement

‘হাইড্রোথেরাপি’ কী?

জলের সাহায্যে এই থেরাপি হয়। মূলত ব্যথা-বেদনা কমাতে এটি সাহায্য করে। তাপমাত্রা, জলের চাপ নিয়ন্ত্রণ করে স্নায়ুকে আরাম দেওয়ার এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘হাইড্রোথেরাপি’। অস্থিসন্ধি, লিগামেন্টে ব্যথা হলে এই থেরাপিতে আরাম মেলে।

জাকুজ়ি এবং হট টাবের তফাত

হট টাব হল এমন একটি টাব, যেখানে উষ্ণ জল মেলে। অন্য দিকে জাকুজ়িও এক প্রকার হট টাব। তবে তা সাধারণ হট টাব নয়। জাকুজ়িতে জলের তাপমাত্রা, চাপ নিয়ন্ত্রণের যে সমস্ত সুযোগ সুবিধা থাকে, তা সমস্ত হট টাবে থাকে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement