এই চিউইং গাম পেটে গেলে কী হবে? ছবি: সংগৃহীত
বেখেয়ালে কখনও সখনও চিউইং গাম পেটে চলে যেতে পারে। কিন্তু তার ফলে কি বড় ক্ষতি হতে পারে?
অনেকেরই ধারণা, চিউইং গাম পেটে চলে গেলে বড় বিপদের আশঙ্কা থাকে। চিউইং গাম মোটেই হজম হয় না। ফলে তা পেটে আটকে যায়। কিন্তু কথাটা কি আদৌ সত্যি?
বিষয়টি একেবারেই তা নয়। চিউইং গাম মোটেই পেটের ভিতর আটকে থাকে না। তবে তা হজমও হয় না। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়াতেই পেট সেটিকে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে পাঠিয়ে দেয়। গামে থাকা চিনি বা চর্বি জাতীয় পদার্থ হজম হয়ে যায়। কিন্তু মূল রাবার জাতীয় বস্তুটি হজম হয় না।
রাবার জাতীয় পদার্থটি এর পরে স্বাভাবিক প্রক্রিয়াতেই খাদ্যনালী ধরে মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়।
কিন্তু তার মানে কি এই যে যথেচ্ছ চিউইং গাম গিলে ফেলা যাবে? মোটেই তা নয়। বরং তেমন হলে সত্যিই এই গাম বিপদ ডেকে আনতে পারে। একটির সঙ্গে আর একটি জুড়ে বড় আকার ধারণ করতে পারে চিউইং গাম। এবং তা খাদ্যনালীতে আটকে যেতে পারে। কিন্তু আলেকালে একটি চিউইং গাম পেটে চলে গেলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।