পোষ্যের আলস্য, ক্লান্তি কি অসুখের ইঙ্গিত? ছবি:ফ্রিপিক।
দিনভর ঘরে দৌরাত্ম্য করে বেড়ানো পোষ্য সারমেয় কি হঠাৎ করে চুপচাপ হয়ে গিয়েছে? আগের মতো চনমনে ভাব উধাও?
মানুষের মতোই শরীরে আলস্য, ক্লান্তি বাসা বাঁধতে পারে পোষ্যেরও। তা যদি সাময়িক হয় বিষয়টি এক রকম। তবে যদি এমনই আচরণ দীর্ঘ দিন চলতে থাকে নজর দেওয়া প্রয়োজন বলছেন পশুচিকিৎসকেরা। বেশ কিছু লক্ষণ থাকলে সময় নষ্ট না করে চিকিৎসার প্রয়োজন।
পশু চিকিৎসক দীপক সারস্বতের কথায়, দিনের পর দিন পোষ্যের ক্লান্তি না কাটলে তার দিকে নজর দেওয়া প্রয়োজন। পোষ্যের পেট ফোলা থাকলে, দুর্বলতা থাকলে হতে পারে ভিতরে কোনও সমস্যা রয়েছে। ভিতরে রক্তক্ষরণ হলেও এমন লক্ষণ দেখা দিতে পারে। পোষ্য পড়ে গিয়ে কোথাও চোট পেলে, আর তার পর আচমকা শান্ত হয়ে গেলেও সতর্ক হওয়া প্রয়োজন।
আর কোন লক্ষণ নজরে রাখা দরকার?
পশু চিকিৎসক বারি জে মরিসন বলছেন, আরও বেশ কয়েকটি লক্ষণ নজরে রাখা দরকার।
· অতিরিক্ত সময় নিয়ে ঘুম
· দৈনন্দিন চনমনে ভাব উধাও
· পছন্দের জিনিসেও উৎসাহের অভাব
· খাওয়ায় অনীহা
এই ধরনের লক্ষণগুলি অবহেলা করা ঠিক নয় বলছেন তিনি। পোষ্যের আলস্য বা ক্লান্তির একাধিক কারণ হতে পারে। এমন হলে প্রথমেই তার দাঁত, জিভের রং পরীক্ষা করা দরকার। মাড়ির রং যদি বিবর্ণ মনে হয়, জিভ নীলচে দেখায় সতর্ক হওয়া প্রয়োজন। রক্তাল্পতা বা শরীরের ভিতরে রক্তক্ষরণ হলে মাড়ির রং বদলে যেতে পারে। আবার জিভের রঙে বদল আসতে পারে কোনও অসুখ হলে। এ ছাড়া, সারমেয়র প্রস্রাব কমে যাওয়া, মলের বর্ণ, গন্ধের বদলও অসুস্থতার ইঙ্গিতবাহী। পেট ফাঁপা, খাওয়ার ইচ্ছা কমে যাওয়া বদহজমের কারণ হতে পারে।
কোন পরিস্থিতি জরুরি বলে বিবেচিত হবে?
· টানা কয়েক বার বমি, মলত্যাগ করলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন।
· পোষ্য কোনও বিষাক্ত জিনিস খেয়ে ফেললেও সময় নষ্ট করা ঠিক নয়।
· পোষ্যের হাঁটতে অসুবিধা হলে, আচমকা শ্বাসে কষ্ট হলেও দ্রুত চিকিৎসার প্রয়োজন।