Round Fish Bowl Disadvantage

দেখতে দারুণ! তবে স্বচ্ছ কাচের গোলাকার পাত্র আদৌ মাছ রাখার উপযোগী কি?

সিনেমায় দেখে‌ ঘর সাজাতে গোলাকার স্বচ্ছ কাচের পাত্র এবং গোল্ড ফিশ কিনতে চান? তার আগে কয়েকটি বিষয় জানা দরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৪
Share:
মাছ রাখার কাচের পাত্র কেনার আগে জেনে নিন এর বিভিন্ন দিক।

মাছ রাখার কাচের পাত্র কেনার আগে জেনে নিন এর বিভিন্ন দিক। ছবি: সংগৃহীত।

টেবিলে রাখা স্বচ্ছ গোলাকার কাচের পাত্রে সাঁতরে বেড়াচ্ছে গোল্ড ফিশ। এমন দৃশ্য প্রায়শই দেখা গিয়েছে একাধিক সিনেমা, সিরিয়ালে।

Advertisement

সিনেম্যাটিক দৃশ্যের আবেদন এমনই, যা দেখে অনেকেই মাছের জন্য বেছে নেন গোলাকার পাত্র। ঘরে রাখলে দেখতেও বেশ লাগে। কেউ আবার সন্তানের আবদার পূরণে বড় অ্যাকোয়ারিয়ামের ঝক্কি এড়াতে এমন মাছ রাখার পাত্র আর সামান্য কয়েকটি মাছ কিনে দিয়ে খুদেকে শান্ত করেন।

কিন্তু এমন অ্যাকোয়ারিয়ামের ব্যবহার মানে মাছেদের তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, মনে করে পোষ্যের জিনিস সরবরাহকারী ফ্রান্সের একটি জনপ্রিয় সংস্থা। তারা এই ধরনের অ্যাকোয়ারিয়াম বিক্রি করে না। জার্মানি, ইউরোপের বহু দেশে এই ধরনের মাছ রাখার পাত্র নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

সিনেমা, সিরিয়ালে অবশ্য দেখা যায় অন্য রূপ। ছোট জায়গাতেও দিব্যি সাঁতরে বেড়াচ্ছে মাছেরা। ফলে, মনে প্রশ্ন আসতেই পারে, এমন পাত্রে মাছ রাখা কেন যাবে না বা রাখলে অসুবিধা কোথায়?

অ্যাকোয়ারিয়াম এবং মাছ বিষয়ে চর্চাকারীরা বলছেন, সমস্যা অনেক। এই ধরনের পাত্র শুধু গোল্ড ফিশ কেন, কোনও ধরনের মাছ রাখারই উপযোগী নয়। কয়েক ঘণ্টার জন্য সেখানে মাছ ছাড়া যেতে পারে, তবে দিনের পর দিন রাখলে মাছের মৃত্যু হওয়া স্বাভাবিক।

গড়নেই সমস্যা: এই ধরনের পাত্রের নীচের অংশ ছোট, মাঝখান চওড়া আবার উপরের অংশ ছোট হয়ে যায়। ছোট পাত্র থেকে জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় বলে সকলেই সেটি ভরাট করে জল দেন। এতে উপরের জলতলের পরিসর কমে যায়। জলে অক্সিজেনের অভাব ঘটে। কিন্তু আয়তাকার পাত্রে সে সমস্যা হয় না। সেখানে জলতলের পরিসর ছড়ানো হয়, ফলে অক্সিজেনের মাত্রা ঠিক থাকে। গোলাকার পাত্রের স্বল্প জলে তাপমাত্রারও হেরফের হয়, যা মাছের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়।

আকারে ছোট: গোল্ড ফিশ বড় অ্যাকোয়ারিয়াম বা জলাশয়ে ৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ছোট জায়গা তাদের জন্য অনুপযুক্ত। একটি বড় কাচের পাত্রও সর্বোচ্চ ৩ গ্যালন জল ধারণ করার ক্ষমতা রাখে। অথচ মাছ রাখার জন্য ন্যূনতম ২০ গ্যালনের অ্যাকোরিয়াম ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়। ছোট কাচপাত্রে নিয়মিত জল না পাল্টালে মাছের মল, খাদ্যের কণা, দূষিত পদার্থ জমে জলের বাস্তুতন্ত্র নষ্ট হতে পারে। তা ছাড়া অনেক মাছই আড়াল খোঁজে। এত ছোট পাত্রে নুড়ি, পাথর, গাছের ব্যবস্থা করা কঠিন, ফলে অসুবিধা হয় মাছেদের।

ফিল্টার, তাপমাত্রায় সমস্যা: ছোট কাচপাত্রে ফিল্টার লাগানো, আলোর ব্যবস্থা করা, জলের তাপমাত্রা মাপা সমস্যাজনক। অথচ মাছ সুস্থ রাখতে হলে এগুলি আবশ্যক। এই ধরনের জিনিসগুলি চৌকো আকৃতির অ্যাকোয়ারিয়ামের উপযোগী করে বানানো হয়, ফলে গোল পাত্রে সেগুলি খাপ খায় না।

মাছের পক্ষে অনুপযুক্ত: শুধু গোল্ডফিশ নয়, ক্রান্তীয় অঞ্চলের যে কোনও মাছের জন্যই এই ধরনের পাত্র অনুপযুক্ত। মাছ কখনও জলের উপরিভাগ, কখনও নীচে, কখনও মাঝ বরাবর সাঁতার কাটে। তাদের স্বচ্ছন্দে চলাফেরার জন্য ন্যূনতম জায়গার প্রয়োজন হয়। গোল্ড ফিশ অন্য মাছের সঙ্গ পছন্দ করে, ফলে এই ধরনের পাত্র তাদের চাহিদা পূরণ করতে পারে না।

তা সত্ত্বেও, এই ধরনের মাছ রাখার পাত্রের চাহিদা কম নয়, জানাচ্ছে ফ্রান্সের উপরোক্ত সংস্থা। এর জন্য সচেতনতা প্রয়োজন, মনে করেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement