বডি ল্যাঙ্গোয়েজ বিশেষজ্ঞরা বলেন ‘থিন স্লাইসিং।’ কাউকে দেখে কয়েক সেকেন্ডেই বিচার করে নিই আমরা তিনি কেমন মানুষ। অর্থাত্ অপরিচিত ব্যক্তি স্মার্ট কিনা, বিশ্বাসযোগ্য কিনা, সমাজের কোন স্তরের মানুষ বা পরিশ্রমী কিনা, এ সব অনেক কিছুই আমরা অনুমান করে নিই। কেরিয়ার অ্যানালিস্টরা বলেন মাত্র তিন সেকেন্ডেই তাঁরা বুঝে যান কার সঙ্গে ব্যবসা এগিয়ে নিয়ে যাবেন, কার সঙ্গে নয়। আমাদের মতো সাধারণ মানুষরাও কিন্তু মনের অবচেতনে এই বিচার চালাই। অনেক ক্ষেত্রেই তা ভুল হয়, আবার অনেক ক্ষেত্রেই তা মিলেও যায়। ঠিক কেমন সেটা?
১। বিশ্বাসযোগ্যতা- মাত্র এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময়ই আমরা বুঝে নিতে পারি মানুষটা বিশ্বাসযোগ্য কিনা।
২। স্টেটাস- সামনের মানুষটার পোশাক পরিচ্ছদ দেখে মুহূর্তের মধ্যেই বুঝে নিই সমাজের কোন শ্রেণির মানুষ তিনি।
৩। সমকামী না স্ট্রেট- মনোবিদরা জানাচ্ছেন এক সেকেন্ডের ২০ ভাগের এক ভাগ সময়ে আমরা বিচার করে নিই সামনের মানুষটা সমকামী না স্ট্রেট।
৪। স্মার্টনেস- হাঁটাচলা দেখে, কথা শুনে মুহূর্তে বুঝে নিই সামনের মানুষটা স্মার্ট কিনা।
৫। টাক মানে ক্ষমতাশালী- গবেষকরা জানাচ্ছেন সামনের মানুষটার মাথায় যদি টাক থাকে তবে মাত্র কয়েক মুহূর্তেই আমরা ধরে নিই মানুষটা ক্ষমতাশালী।
৬। ব্যক্তিত্ব- কয়েক মুহূর্ত দেখেই আমরা মনে মনে বুঝে নিই সামনের মানুষটা প্রভাবশালী ব্যক্তিত্বের না দুর্বল চরিত্রের।
৭। সফল- পোশাক-আশাক দেখে বুঝে নেওয়ার চেষ্টা করি মানুষটা জীবনে সফল কিনা।
৮। সাহসী- এর আগেরগুলো সহজেই বুঝে নেওয়া যায়। গবেষকরা জানাচ্ছেন মানুষটা সাহসী কিনা তাও নাকি আমরা দেখেই বুঝে যায়ই।
৯। ধার্মিক- চলন-বলন দেখে নাকি প্রথম দেখাতেই মানুষটা ধার্মিক কিনা তাও বুঝে নিতে চেষ্টা করি আমরা।
১০। বহির্মুখী- সামনের মানুষটা অন্তর্মুখী না বহির্মুখী সেটা বুঝে নিতে নাকি মাত্র ৫০ মিলি সেকেন্ড সময় নিই আমরা।
১১। পরিশ্রমী- গবেষকদের মতে মাত্র ৩৯ সেকেন্ড সময়ের মধ্যেই আমরা অনুমান করে নিই সদ্য পরিচিত ব্যক্তি পরিশ্রমী কিনা।