Tech Hacks

এক বছরের মধ্যেই নতুন ফোনে সমস্যা হচ্ছে? চার্জ করার সময় কোন ভুলগুলি এড়িয়ে না চললেই মুশকিল

ফোনে পুরো চার্জ না থাকলেই অনেকের মেজাজ বিগড়ে যায়। তাই বেশির ভাগ সময়েই ফোনে চার্জারের তার গোজা থাকে। সারা ক্ষণ মোবাইলে চার্জ দেওয়া মোটেই ব্যাটারির স্বাস্থ্যের পক্ষে ভাল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ২০:০০
Share:

কী ভাবে ব্যবহার করলে ভাল থাকবে মোবাইলের ব্যাটারি? ছবি-প্রতীকী

মোবাইল এখন আমাদের বিচরণের সমান্তরাল একটা জগৎ। রিমাইন্ডার থেকে ফিটনেস ট্র্যাকিং, মেসেজ থেকে মেল সব কিছুই বন্দি মুঠোফোনে। মোবাইল ছাড়া এক দিনও কাটানো মুশকিলের ব্যাপার। তবে মোবাইলে চার্জ পুরো আছে কি না, সেই নিয়ে সব সময়ই আমরা ভীষণ চিন্তা করি। ফোনে পুরো চার্জ না থাকলেই অনেকের মেজাজ বিগড়ে যায়। তাই বেশির ভাগ সময়েই ফোনে চার্জারের তার গোজা থাকে।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, সারা ক্ষণ মোবাইলে চার্জ দেওয়া মোটেই ব্যাটারির স্বাস্থ্যের পক্ষে ভাল না। এতে মোবাইলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে।

মোবাইলে ২০ শতাংশ চার্জ থাকলে তবেই চার্জে বসান। ছবি-প্রতীকী

কী ভাবে ব্যবহার করলে ভাল থাকবে মোবাইলের ব্যাটারি?

Advertisement

১) মোবাইলে ২০ শতাংশ চার্জ থাকলে তবেই চার্জে বসান।

২) ৮০ শতাংশ চার্জ হয়ে গেলে চার্জার খুলে নিন।

৩) সারা রাত ধরে মোবাইিলে চার্জ দেবেন না।

৪) মোবাইলের ব্যাটারি গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জারের প্লাগটি বন্ধ করুন।

৫) নতুন ফোন বারে বারে চার্জে বসাবেন না, এতে ব্যাটারির ক্ষতি হবে।

দেখে নিন চটজলদি মোবাইল চার্জ করার কয়েকটি ফন্দি:

১) দ্রুত চার্জ করতে হলে চার্জ দেওয়ার পর ফোনটা আর ঘাঁটাঘাঁটি করবেন না। এতে কিন্তু সামান্য চার্জ হতেও অনেক সময় লেগে যাবে।

২) মোবাইলে চলতে থাকা অ্যাপগুলির জন্যও অনেক সময়ে খুব ধীরে চার্জ হয়। চার্জ দিতে যাওয়ার আগে দেখে নিন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কি না। সে রকম হলে সেগুলি বন্ধ করে দিন।

৩) তাই চার্জ কম থাকলে, চার্জে দিতে যাওয়ার আগে ফোনের পর্দার ব্রাইটনেস একদম কমিয়ে দিন।

৪) চার্জ দেওয়ার সময়ে যদি মোবাইলে ইন্টারনেট চালু থাকে, তা হলে কিন্তু খুব ধীর গতিতে চার্জ হয়। তাই ইন্টারনেট বন্ধ রাখুন।

৫) যদি খুব প্রয়োজন না থাকে তা হলে মোবাইল ফোন ফ্লাইট মোডে রাখতে পারেন, এতে বেশ তাড়াতাড়িই চার্জ হয়ে যাবে।

৬) সবচেয়ে দ্রুত চার্জ করার উপায় ফোন পুরো বন্ধ করে চার্জ দেওয়া। অনেক ক্ষেত্রেই যদিও সেটা সম্ভব হয় না। তবে একবারেই অল্প চার্জ থাকলে ফোন বন্ধ করে কিছু ক্ষণের জন্য চার্জ দিলে বেশ খানিকটা চার্জ হয়ে যাবে ফোনের ব্যাটারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement