ছিমছাম ঘর। পরিপাটি করে গোছানো। দেওয়ালে সুন্দর রং আর নকসা। মেঝেতে সুদৃশ্য কার্পেট। জানলায় বাহারি পর্দা আর মাথার উপর হালফিলের কেতাদুরস্ত ল্যাম্পশেড। সব মিলিয়ে ঘরটাকে তো সুন্দর করে সাজিয়ে তুলেছেন আপনি। ঘর সাজাতে আপনি বেশ ভালওবাসেন। কিন্তু কয়েকদিন ধরে আপনি ভেবে পাচ্ছেন না, ঘরের বোরিং ভাবটা কাটিয়ে উঠবেন কী করে! খুব সহজ। ফেলে দেওয়া কাচের বোতলই হয়ে উঠতে পারে আপনার ঘর সাজানোর মূল হাতিয়ার। কিন্তু কী ভাবে? তা জেনে নিন।
আরও পড়ুন: শোওয়ার ঘরে এই গাছগুলো রাখলে ভাল ঘুম হবে