instagram

দু’জনেরই বয়স ৭০এর বেশি। তাও ইনস্টাগ্রামের সব রকম নতুন খেলায় বাজিমাত করছেন এই দম্পতি

হাল ফ্যাশনের নতুন চল বা নেটমাধ্যমের নতুন কোনও জনপ্রিয় খেলা— সব কিছুই মাত করছেন ৭০ বছরের ‘মিস্টার অ্যান্ড মিসেস বর্মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৮:৩৩
Share:

৭০ বছর বয়সে নেটমাধ্যমের মজা উপভোগ করছেন দু’জনে। ছবি: ইনস্টাগ্রাম

৭০এর বেশি বয়স দু’জনেরই। তবে নাতনির অনুপ্রেরণায় ইনস্টাগ্রামটা কী, ঘেঁটে দেখা শুরু করেছিলেন এই দম্পতি। তাঁদের যৌথ অ্যাকাউন্টের নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস বর্মা’। মোটে ৫০-৬০টা পোস্ট। কিন্তু ইতিমধ্যেই তাঁদের অনুগামীর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে!

Advertisement

তাঁদের ইনস্টা পেজ দেখলে কে বলবে, দু’জনের বয়স ৭০এর বেশি। ইনস্টাগ্রাম রিল’এর সব রকম কৌশল ব্যবহার করছেন তাঁরা। শুধু তাই নয় রীতিমতো পাল্লা দিচ্ছেন যে কোনও কম বয়সি প্রভাবীর সঙ্গে। ফ্যাশন থেকে শুরু করে মজাদার খেলা সবেতেই রয়েছেন তাঁরা।

তাঁদের প্রাণোচ্ছ্বল কাণ্ডকারখানা দেখে আপ্লুত নেটাগরিকরা। তাই প্রত্যেকটা পোস্টই ভরে যাচ্ছে তাঁদের শুভেচ্ছাবার্তায়। নাতনির তাগিদেই তাঁদের এই অ্যাকাউন্ট। কিন্তু নিজেরাও যে যথেষ্ট উপভোগ করছেন, তা তাঁদের পোস্ট দেখেই স্পষ্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement