Sweets

Viral Video: গুলাব জামুনের মধ্যে রাম ইনজেক্ট করার ভিডিয়ো ভাইরাল হল নেটমাধ্যমে

মিষ্টির সঙ্গে মদ পেলে কার না ভাল লাগে। সেই মজায় মেতেছে নেটমাধ্যম। গুলাব জামুনের মধ্যে রাম ইনজেক্ট করার ভিডিয়ো ভাইরাল!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৯
Share:

প্রতীকী ছবি।

মদ-মিষ্টি দুই-ই পছন্দ? তা হলে এই ভাইরাল ভিডিয়ো আপনার পছন্দ হবেই। গরম গরম গুলাব জামুন তৈরি। তাতে ইনজেকশন দিয়ে ঢোকানো হচ্ছে ‘ওল্ড মঙ্ক’ রাম। শুনেই লোভনীয় লাগছে তো? তা হলে ফেসবুকের এই ভাইরাল ভিয়িয়ো দেখে নিন।

Advertisement

গত মাসে পোস্ট করা হয়েছিল এই ভিডিয়ো। দ্রুত তা দেখে ফেলেছেন ৫০ লক্ষেরও বেশি নেটাগরিক। ১১ হাজার শেয়ারও হয়ে গিয়েছে। নেটাগরিকরা এই খাবারের নিত্য নতুন নামও দিচ্ছেন। কেউ বলছেন, এগুলি রাম বল, কেউ বলছেন মঙ্কগুল্লা। বাদলা দিনে এই মিষ্টি আপনিও চেখে দেখতে পারেন।

এমনিতে মদ্যপান করার পর অনেকেই মিষ্টিমুখ করতে পছন্দ করেন। তাঁদের জন্য এই অভিনব ভাবনা অবশ্যই সুখবর নিয়ে এসেছে। পরের পার্টির মেনুতে তাঁরা ‘মঙ্কগুল্লা’ রাখবেন, তা ঠিকও করে ফেলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement