Bizarre News

সব্জির উপর মূত্রত্যাগ করেন, তা-ই আবার বিক্রি করেন! সংক্রমণ ছড়ানোর অভিযোগে গ্রেফতার যুবক

দুর্গেশ গুপ্ত নামের এক যুবক গাড়িতে বসে এক সব্জি বিক্রেতার কাণ্ড দেখে অবাক হয়ে যান। ফোনে রেকর্ড করেন গোটা ঘটনা। নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো। পরিস্থিতি দেখে মাথায় হাত অনেকের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩১
Share:

এক সব্জি বিক্রেতার ভিডিয়ো নেটমাধ্যমে নিন্দার ঝড় তুলেছে। ছবি- সংগৃহীত

নেটমাধ্যমে হামেশাই কিছু না কিছু ভাইরাল হচ্ছে। তবে সম্প্রতি এক সব্জি বিক্রেতার যে কাণ্ড নেটমাধ্যমে ভাইরাল হয়েছে, তা দেখে নেটাগরিকদের মাথায় হাত! এক সব্জি বিক্রেতার ভিডিয়ো নেটমাধ্যমে নিন্দার ঝড় তুলেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সব্জি বিক্রির আগে তার উপর প্রস্রাব করছেন বিক্রেতা।

Advertisement

ভাবলেই শিউরে উঠছেন তো? তবে এখানেই থামেননি ওই যুবক। সেই সব্জি বিক্রেতাকে সব্জির উপর থুতু ছেটাতেও দেখা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। দুর্গেশ গুপ্ত নামক এক যুবক গাড়িতে বসে ব্যক্তির এই কাণ্ডকারখানা রেকর্ড করেছেন।

অভিযুক্ত সব্জি বিক্রেতা। ছবি- সংগৃহীত

বরেলির ইজ্জতনর অঞ্চলে এই দৃশ্য দেখে দুর্গেশ সব্জি বিক্রেতাকে জিজ্ঞাসা করেন, কেন তিনি এমন কাজ করছেন। প্রশ্ন শুনে সব্জি বিক্রেতা তাঁর সঙ্গে দুর্ব্যহার করেন বলে অভিযোগ। সব্জি বিক্রেতার নাম শরিফ খান। ঘটনাটি ঘটার পর সেই অঞ্চলে অনেক মানুষের জমায়েত হয়। প্রেমনগর থানায় শরিফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সংক্রমণ ছড়ানোর অভিযোগে পুলিশ ওই সব্জি বিক্রেতাকে গ্রেফতার করেছে।

Advertisement

বরেলির এসএসপি স্টায়ার্থ অনিরুদ্ধ পঙ্কজের মতে, অভিযুক্ত সব্জি বিক্রেতাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে আদালতে পেশ করা হবে। শরিফ ইজ্জতনগরের পারতাপুর চৌধুরী থানা এলাকার বাসিন্দা। অভিযুক্ত শরিফের বিরুদ্ধে সাম্প্রদায়িক পরিবেশ বিঘ্নিত করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং সংক্রমণ ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement