Corona Vaccine

বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য প্রতিষেধক

অটিজম সংক্রান্ত প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের প্রয়োজনীয় সুবিধা সব সময়ে দেওয়ার কথা ভাবা হয় না। যেমন করোনার প্রতিষেধক নেওয়ার ক্ষেত্রেই অসুবিধায় পড়ছেন অনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ২১:৫০
Share:

নানা মানুষের ভিড়ের মধ্যে প্রতিষেধকের জন্য অপেক্ষা করা অটিজম সংক্রান্ত প্রতিবন্ধকতা থাকলে, অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। ফাইল চিত্র

অটিজম নিয়ে সচেতনতার প্রচার চলছে বহু দিন ধরেই। সমাজের বিভিন্ন স্তরে তা ছড়িয়ে পড়তে হয়তো আরও অনেক সময় লাগবে। এখনও অটিজম সংক্রান্ত প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের প্রয়োজনীয় সুবিধা সব সময়ে দেওয়ার কথা ভাবা হয় না। যেমন করোনার প্রতিষেধক নেওয়ার ক্ষেত্রেই অসুবিধায় পড়ছেন অনেকে। নানা মানুষের ভিড়ের মধ্যে প্রতিষেধকের জন্য অপেক্ষা করা অটিজম সংক্রান্ত প্রতিবন্ধকতা থাকলে, অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। ফলে ১৮ ঊর্ধ্ব তেমন মানুষদের কথা ভেবেই রবিবার করোনার প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল অটিজম প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের স্কুল ‘প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্ট’-এর তরফে। ৮০জন ‌প্রতিবন্ধকতাযুক্ত মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করতে সাহায্য করেছে শহরের এক বেসরকারি হাসপাতাল। প্রদীপের তরফে অধিকর্তা মল্লিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অটিজমের জন্য বিশেষ ভাবনাচিন্তা করা হয় না। বাইরে থেকে দেখে এই মানুষদের অসুবিধা সব সময়ে বোঝা যায় না। কিন্তু ওঁরা খুবই সমস্যায় থাকেন। ফলে এই ব্যবস্থা করতেই হত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement