Bonsai Tree

মন ভাল রাখতে ঘরের কোণে রাখুন বনসাই গাছ 

চোখের সামনে সবুজ দেখতে পেলে মানসিক চাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৭
Share:

বনসাই গাছের পিছনে বেশি সময় দিতে হয় না।

ঘর সাজাতে এ বার আপনিও ব্যবহার করুন বনসাই গাছ।
দিন দিন বাড়ছে বাড়িতে বনসাই গাছ লাগানোর চল। কখনও শোয়ার ঘরের কোণে, তো কখনও খাওয়ার টেবিলের উপরেই সে সব গাছ সাজানো থাকছে পাত্রে। এ গৃহসজ্জার নতুন চল তো বটেই, তবে এর পিছনে আছে কিছু কারণও।
১) মানসিক চাপ কমে
চোখের সামনে সবুজ দেখতে পেলে মানসিক চাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকে বলে মনে করেন চিকিৎসকেরা। চার দিকে সবুজ যত কমছে, এ ভাবেই গাছ লাগানোর চল তত বাড়ছে ঘরে ঘরে।
২) ঘরের ভিতরের হাওয়া পরিষ্কার থাকে
প্রতি ঘরে গাছ থাকলে দূষিত বায়ু কম চলাচল করে বাড়ির অন্দরে। ফলে শরীরের জন্য বনসাই গাছ রাখা খুবই জরুরি।
৩) যত্ন নেওয়া সহজ
এই ধরনের গাছের যত্ন নেওয়াও খুব কঠিন নয়। অনেকে গাছ লাগাতে ভালবাসলেও যথেষ্ট সময় পান না বাগান করার। কিন্তু বনসাই গাছের পিছনে বেশি সময় দিতে হয় না। সামান্য আলো-জল পেলেই সুখে থাকে গাছ।
ফলে দেরি না করে এ বার নিজের ঘরটাও সাজিয়ে ফেলুন এমন কিছু গাছে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement