Burger

Burger Eating Record: ৫০ বছর ধরে রোজ খাচ্ছেন, বিশ্বের সবচেয়ে বেশি বার্গার খেয়ে বিশ্বরেকর্ড বৃদ্ধের

রোজ বার্গার খেয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এক আমেরিকান। পাঁচ দশক বার্গার খাচ্ছেন তিনি। মে মাসেই পূর্ণ হবে তাঁর বার্গার-প্রেমের সুবর্ণজয়ন্তী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০২২ ১৫:১১
Share:

চিকিৎসকরা বলছেন, মোটেই স্বাস্থ্যকর নয় এই অভ্যাস ছবি: সংগৃহীত

এই প্রেমকাহিনি হার মানাবে ‘রোমিয়ো জুলিয়েট’ কিংবা ‘মৃচ্ছকটিক’কেও। শুধু এ ক্ষেত্রে অবশ্য ভালবাসার এক দিকে এক জন মানুষ থাকলেও অন্য দিকে রয়েছে বার্গার! আমেরিকার হুইসকনসেন নিবাসী ডন গোর্সকে ১৯৭২ সালের মে মাসে প্রথম বার খেয়েছিলেন বিশেষ একটি বার্গার। বার্গারটি খেয়ে এতটাই ভাল লেগে যায় তাঁর যে, রোজ সেই একই বার্গার খাওয়া শুরু করেন তিনি। সেই থেকে ওই বিশেষ ধরনের বার্গার খাওয়া বন্ধ করেননি এই ব্যক্তি। এ বছর মে মাসেই বার্গার প্রেমের সুবর্ণজয়ন্তী পালন করলেন ডন। বার্গার সংস্থার তরফ থেকেও ব্যবস্থা করা হয়েছিল বিশেষ সংবর্ধনার।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

পাঁচ দশকে কেবল ৮ দিন বার্গার খেতে পারেননি গোর্সকে। কিন্তু কেন টানা দিনের পর দিন বার্গার খাচ্ছেন তিনি? গোর্সকে জানিয়েছেন, তিনি যদি এক বার কোনও খাবার পছন্দ করেন, তবে সেই খাবারটিই খেতে থাকেন এক টানা। যত দিন বাঁচবেন, তত দিনই তিনি রোজ এই বার্গার খেয়ে যেতে চান বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে ওই একই বার্গার প্রায় ৩২ হাজার ৭০০ খানা খেয়েছেন তিনি!

তবে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, মোটেই স্বাস্থ্যকর নয় এই অভ্যাস। এই ধরনের ‘ফাস্টফুড’ দিনের পর দিন খেলে ক্ষতি হতে পারে শরীরের। বেড়ে যেতে পারে কোলেস্টেরলের মাত্রা, সঙ্গে বাড়ে হৃদ্‌রোগ ও স্ট্রোকের মতো গুরুতর রোগের ঝুঁকিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement