Bizarre

টাক ঢাকতে টাকা চাই, সরকারের কাছে দাবি একদল গ্রামবাসীর! কোথায় ঘটল এমন ঘটনা?

হায়দরাবাদের থানগল্লাপল্লি গ্রামের বাসিন্দারা সরকারের কাছে ৬,০০০ টাকা পেনশনের দাবি করলেন। কী করবেন সেই টাকা দিয়ে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৭:০৫
Share:

থানগল্লাপল্লি গ্রামে কম চুল আছে এমন যুবক ও প্রৌঢ়দের একটি সংগঠন তৈরি হয়েছে। ছবি: শাটারস্টক।

টাক আছে, তাই তেলঙ্গানার একটি গ্রামের একদল যুবক ও প্রৌঢ় সরকারের কাছে ৬,০০০ টাকা করে পেনশনের দাবি জানালেন। হায়দরাবাদের থানগল্লাপল্লি গ্রামের ওই বাসিন্দাদের দাবি, মাথায় ঘন চুল নেই, সে কারণে অনেক অপমানিত হতে হয় তাঁদের। সারা ক্ষণ তাঁদের ঘিরে হাসিঠাট্টা চলতে থাকে। এই কারণে মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছেন তাঁরা।

Advertisement

তাঁদের বক্তব্য, সরকারের তরফ থেকে পেনশন দেওয়া হলে তাঁদের দুঃখ-কষ্ট কিছুটা হলেও মিটবে। সংক্রান্তির উপহার হিসাবে সরকারের উচিত তাঁদের জন্য এই বিশেষ ভাতার ব্যবস্থা করার, এমনই মত সেই গ্রামের বাসিন্দাদের। থানগল্লাপল্লি গ্রামে কম চুল আছে এমন যুবক ও প্রৌঢ়দের একটি সংগঠন তৈরি হয়েছে। তাঁদের ধারণা, সংক্রান্তি চলে যাওয়ার পর আরও অনেকেই তাঁদের সংগঠনে যোগ দেবেন, কারণ শীতের মরসুমে অনেক বেশি চুল ঝরে। সংগঠনের সদস্য একচল্লিশ বছর বয়সি পি অঞ্জি বলেন, ‘‘টাক আছে বলে লোকে আমাদের নিয়ে হাসে। এই ঠাট্টাতামাশায় আমরা দুঃখ পাই। একেই চুল ঝরে যাচ্ছে বলে আমরা চিন্তিত, তার উপর লোকেদের এই মশকরাগুলি আরও বেশি খারাপ লাগে। বয়স যখন কুড়ি ছিল, তখনই আমার টাক পড়তে শুরু করেছিল। তখন থেকেই নানা ব্যঙ্গ-বিদ্রুপ শুনতে হয় আমাকে।’’

পেনশনের টাকা পেয়ে তাঁরা ঠিক কী করবেন? জবাবে ওই ব্যক্তি বলেন, ‘‘আমরা সেই টাকা দিয়ে টাকের চিকিৎসা করাতে চাই। এই ভাতাটি আমাদের চিকিৎসার খরচ হিসাবে গণ্য করা হোক। সরকার যেমন বয়স্ক, প্রতিবন্দ্বী ও বিধবাদের ভাতা দেয়, তেমনই আমাদেরও ভাতা দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হোক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement