Relationship Tips

সম্পর্কে বাড়ছে দূরত্ব? কাছে যাবেন কী ভাবে

আলোচনা ছাড়া সম্পর্কের মধ্যে জমতে থাকা অস্বস্তি কমবে না। তবে শুধু কথায় কিছু হয় না। কাজ হল আসল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ২২:০১
Share:

একে অপরের পছন্দ-অপছন্দের দিকে নজর দিলে সহজেই ভাল থাকা যায়। ফাইল চিত্র

মনে হচ্ছে সম্পর্কে দূরত্ব বাড়ছে? মন খারাপ না করে ব্যবস্থা নেওয়া যাক না। যাতে পছন্দের মানুষটির সঙ্গে মনের মতো করেই আবার ঘটে আদানপ্রদান। দু’তরফের ইচ্ছা থাকলে কোনও কিছুই অসম্ভব নয়।

Advertisement

কী করতে পারেন?

সবের আগে আলোচনা প্রয়োজন। আলোচনা ছাড়া সম্পর্কের মধ্যে জমতে থাকা অস্বস্তি কমবে না। তবে শুধু কথায় কিছু হয় না। কাজ হল আসল। কোন কাজের মাধ্যে সম্পর্কের মাধুর্য ফেরানো যায়, তা একান্তই ব্যক্তিগত বিষয়। তবে কয়েকটি কথা খেয়াল রাখা দরকার। একসঙ্গে করার মতো কোনও কাজ বাছার আগে ভাবার চেষ্টা করুন দু’জনেরই পছন্দ হবে এমন কী জিনিস রয়েছে। একসঙ্গে সিনেমা দেখা বা রান্না করা, যে কোনও কিছুই কথা বলে ঠিক করুন।

Advertisement

একে অপরের পছন্দ-অপছন্দের দিকে নজর দিলে অর্ধেক কাজ এমনি হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement