Relationship Tips

সম্পর্কের জটিলতা এড়িয়ে চলতে নিতে হবে কী ব্যবস্থা

কী ভাবে যত্ন নেওয়া যায় সম্পর্কের, যাতে সঙ্গীর প্রতি কিছু ভুল ধারণা না জন্মায়?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ২১:৪৯
Share:

জটিলতা সামলানোর উপায় বার করতে হবে নিজেদের। ফাইল চিত্র

সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই থাকে। তাতে অভিমান হয়, প্রেমে ভাঙনও ধরে। তবে তা এড়ানোর উপায় তো বার করতে হবে। যাতে ছোট কোনও সমস্যা জীবনে বড় হয়ে না দাঁড়ায়।

Advertisement

কী ভাবে যত্ন নেওয়া যায় সম্পর্কের, যাতে সঙ্গীর প্রতি কিছু ভুল ধারণা না জন্মায়?

১) আলোচনা

Advertisement

মনে কিছু রেখে দিয়ে লাভ নেই। সঙ্গীর কোনও কথায় খারাপ লাগলে তা নিয়ে আলোচনা করতে হবে। ঝগড়া নয়।

২) তৃতীয় ব্যক্তি

যার উপরে অভিমান, তাকেই বলতে হবে। দু’জনের সম্পর্ক কেমন, তা তৃতীয় কোনও ব্যক্তির বোঝার কথা নয়। ফলে আগেই অন্য কারও সাহায্য চেয়ে লাভ হবে না।

৩) বোঝার চেষ্টা

সঙ্গী যদি রাগ করে থাকেন, তবে তার কারণ বোঝার চেষ্টা করতে হবে। সব সময়ে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত থাকলে বড় কোনও সমস্যা হতে পারে।

পরস্পরকে বোঝার ইচ্ছাই সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কথা খেয়াল রাখা জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement