Car Care Tips

রোজ গাড়ি চালিয়ে অফিস যান? বর্ষায় চারচাকা নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ৫ কথা

বর্ষার মরসুমে গাড়িতে যাতায়াত অনেক বেশি স্বস্তির হলেও, কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। এই ঋতুতে গাড়ি নিয়ে বেরোনোর আগে কয়েকটি বিষয় মাথায় রাখলে বিপদের ঝুঁকি এড়ানো সম্ভব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১৩:১৯
Share:

বর্ষাকালে গাড়ির বিশেষ যত্ন নেওয়া দরকার। ছবিঃ পিটিআই।

বর্ষাকাল মানেই শহরের রাস্তায় এক হাঁটু জল। বৃষ্টির জল পেরিয়ে হেঁটে ফুটপাতে ওঠা গেলেও, বেকায়দায় পড়তে হয় চারচাকা গাড়ি নিয়ে বেরোলে। অনেক সময় গাড়ির মধ্যে জল ঢুকে নানা সমস্যা দেখা দেয়। বর্ষার মরসুমে গাড়িতে যাতায়াত অনেক বেশি স্বস্তির হলেও, কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। অসতর্কতার কারণে বড় কোনও বিপদ ঘটে যেতে পারে। এই ঋতুতে গাড়ি নিয়ে বেরোনোর আগে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। সে ক্ষেত্রে বিপদের ঝুঁকি এড়ানো সম্ভব।

Advertisement

১) বর্ষার রাস্তায় সব সময় গতি কমিয়ে গাড়ি চালানো প্রয়োজন। রাস্তাঘাট এখন পিচ্ছিল। গতি বাড়িয়ে গাড়ি চালাতে গিয়ে বিপদ ঘটে যেতে পারে। সেই সঙ্গে ব্রেকও কষতে হবে হালকা করে। জলমগ্ন রাস্তা আর গাড়ির টায়ারের মধ্যে ঘর্ষণ তুলনামূলক ভাবে কম। তাই জোরে ব্রেক দিলে গাড়ি নিয়ন্ত্রণ হারাতে পারে।

২) বর্ষায় গাড়ির উইন্ডস্ক্রিনে জল জমে বার বার সাদা হয়ে যায়। সামনে অন্য কোনও গাড়ি আসছে কি না, তখন বোঝা যায় না। বিপদের ঝুঁকি এড়াতে ওয়াইপার ঠিক করে কাজ করছে কি না, সেটা দেখে নিন। গাড়িতে এসি চললেও অনেক সময় গাড়ির সামনের কাচে বাষ্প জমে যায়। সে ক্ষেত্রে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের নবগুলি এমন ভাবে ঘুরিয়ে রাখুন, যাতে ড্যাশবোর্ডের দিকে এসির হাওয়া যায়।

Advertisement

৩) জল জমে আছে এমন রাস্তা দিয়ে গাড়ি না চালানোই শ্রেয়। বর্ষাকালে শহরের প্রায় সব রাস্তাতেও কমবেশি জল জমে। তাই যাতায়াত করার জন্য জলেই গাড়ির চাকা ভাসানো ছাড়া উপায় নেই। সে ক্ষেত্রে জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় অ্যাক্সিলেরেটর থেকে পা তুলবেন না। শুকনো রাস্তায় এসে তবে অ্যাক্সিলেরেটর ছাড়তে হবে। এর ফলে গাড়ির একজস্ট পাইপে জল ঢুকতে পারবে না।

৪) বর্ষায় গাড়ি নিয়ে বেরোলে সব সময় ইঞ্জিনের আরপিএম কিছু ক্ষণের জন্য বাড়িয়ে রাখুন। এটি জমে থাকা জল বেরিয়ে যেতে সাহায্য করে। জলের মধ্যে দিয়ে যখন যাচ্ছেন, তখন গাড়ির গতি কমিয়ে রাখুন। জল জমা রাস্তায় গাড়ি চালানোর সময় গাড়ির ব্রেক শু ভিজে যায়। ফলে কার্যকারিতা অনেক সময় কমে যায়। ভাল ভাবে কাজ করতে পারে না।

৫) জল ঢুকে কোনও কারণে গাড়ি মাঝপথে খারাপ হয়ে গেলে নিজে কিছু করতে না যাওয়াই ভাল। পেশাদারদের ডাকুন। ইঞ্জিন ভাল করে পরীক্ষা করুন জল ঢুকেছে কি না। জল ঢুকে থাকলে না শুকানো পর্যন্ত স্টার্ট দেবেন না। ইঞ্জিনের পাশাপাশি ক্লাচও পরীক্ষা করে নিন। ক্লাচ পিচ্ছিল হয়ে গেলে মুশকিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement