Breast Milk Donation

তাঁর স্তন্য হাজার হাজার শিশুর প্রাণ বাঁচিয়েছে, ১,৫৯৯ লিটার দুধ দান করেছেন মহিলা

আমেরিকার আলোহা অঞ্চলের বাসিন্দা এলিজ়াবেথ অ্যান্ডারসন-সিয়েরা ২০১৫ সালে ফেব্রুয়ারি মাস থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত নিয়মিত স্তনদুগ্ধ দুগ্ধদান কেন্দ্রে দান করেছিলেন। কেন এই সিদ্ধান্ত নেন মহিলা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ১৪:৫২
Share:

এলিজ়াবেথ অ্যান্ডারসন-সিয়েরা। ছবি: সংগৃহীত

দুই সন্তানের মা এলিজ়াবেথ অ্যান্ডারসন-সিয়েরা। তবে হাজার হাজার শিশুর জন্য তিনি মায়েরই সমান। সময়ের আগেই যে শিশুদের জন্ম হয়, তাঁদের জন্য জীবনদায়ী স্তনদুগ্ধ দান করেন এলিজ়াবেথ। এখনও পর্যন্ত ওই তরুণী মোট ১ হাজার ৫৯৯ লিটার স্তন্য দান করেছেন। এর আগে কেউ এমনটা করেননি। মহিলার এই কীর্তির কারণে তিনি বিশ্ব রেকর্ডেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন।

Advertisement

আমেরিকার আলোহা অঞ্চলের বাসিন্দা ২০১৫ সালে ফেব্রুয়ারি মাস থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত নিয়মিত একটি কেন্দ্রে গিয়ে স্তন্য দান করেছিলেন। এলিজ়াবেথ বলেন, ‘‘ন’বছর ধরে টানা দু্গ্ধদান করেছি। আমি চাই না দুধের অভাবে কোনও শিশুর মৃত্যু হোক। মোট কত জন শিশু আমার স্তনদুগ্ধ খেয়েছে, তা বোঝা অসম্ভব। তবে হাজার হাজার শিশু নিঃসন্দেহে এই দুধ খেয়েছে। কেবল আমার অঞ্চলেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিভাভকরা তাঁদের শিশুদের এই দুধ খাইয়েছেন।’’

এলিজ়াবেথের হাইপারল্যাক্টেশন সিন্ড্রোম রয়েছে, এই পরিস্থিতিতে শরীরে দুধ উৎপাদনের হার কয়েক গুণ বেড়ে যায়। এলিজ়াবেথ বলেন, ‘‘আমার শরীরে প্রোল্যাক্টিন নামক হরমোনের মাত্রা অনেক বেশি, এই হরমোনের কারণেই দুধ উৎপাদনের হারও আর পাঁচ জন মহিলার তুলনায় অনেকটাই বেশি।’’

Advertisement

শারীরিক এই অবস্থাকেই কাজে লাগিয়েছেন এলিজ়াবেথ। জন্মের নির্ধারিত সময়ের আগেই যে শিশুদের জন্ম হয়ে যায়, তাঁদের জন্যই নিজের স্তন্য মজুত করে সেগুলি দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement