Adults Only Restaurant

বড়দের রেস্তরাঁয় কেন ব্রাত্য শিশুরা? কারণ জানার পর অভিভাবকদের প্রতিক্রিয়া কী?

খুদেরা কেন ঢুকতে পারবে না ওই রেস্তরাঁয়?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৬
Share:

ছোটরা যেতে পারবে না কেন? ছবি- ফেসবুক

১০ বছরের কম বয়সি কোনও শিশুকেই ঢুকতে দেওয়া হবে না রেস্তরাঁয়। নিউ জার্সির এক জনপ্রিয় রেস্তরাঁয় এমনই নিয়ম চালু হল। ‘দ্য নেটিস্‌ হাউস অফ স্প্যাগেটি’ তাদের সমাজমাধ্যমের পাতায় সে কথা ঘোষণাও করে দিয়েছে।

Advertisement

রেস্তরাঁর পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা সকলেই শিশুদের ভালবাসি। জানি খাবারের ব্যাপারে তারাও সমান উৎসাহী। কিন্তু এই রেস্তরাঁয় তাদের ভাল লাগে এমন কিছু আলাদা করে আয়োজন করা সম্ভব নয়। যথেষ্ট জায়গার অভাব, তীব্র আওয়াজ, খুদেদের চেয়ে উঁচু চেয়ার— কোনওটিই তাদের জন্য উপযুক্ত নয়। এ ছাড়াও এই ছোট্ট জায়গার মধ্যে দুরন্ত বাচ্চাদের দস্যিপনা সামাল দেওয়ার মতো এত কর্মীও আমাদের নেই।”

সমাজমাধ্যমে দেওয়া সেই পোস্ট। ছবি- ফেসবুক

আপাতত শীতকালীন ছুটি শেষে যে দিন রেস্তরাঁ খুলবে, অর্থাৎ, ৮ মার্চ থেকেই চালু হবে এই নিয়ম। লেখা হয়েছে, “আমরা জানি, এই সিদ্ধান্তে অনেকেই আমাদের রেস্তরাঁ থেকে মুখ ফিরিয়ে নেবেন। বিশেষ করে যাঁরা শান্ত, ভদ্র বাচ্চা, তাদের মনে খারাপ ধারণাও তৈরি হতে পারে আমাদের সম্পর্কে।”

Advertisement

সমাজমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়া মাত্রই ভেসে এসেছে নানা রকমের মন্তব্য। কেউ লিখেছেন, “দারুণ ভাবনা! এক টেবিলে বসে অন্য টেবিলের জিনিস, খাবার টানাটানি করা বাচ্চা এবং তাদের অভিভাবকদের সামলানো খুবই কঠিন।” আবার ৫ বছর বয়সি এক শিশুর মা লিখেছেন, “কোনও বাচ্চা অশান্ত বা অভদ্র যেমনই হোক, তাদের অভিভাবকদের এই ভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া মানে, তাদের অপমান করা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement