কাছে যাওয়ার আগে কিছু কথা মনে রাখা জরুরি। ফাইল চিত্র
কারও সদ্য সম্পর্ক ভেঙেছে। আর আপনি তাকেই মনে মনে পছন্দ করে এসেছেন এতদিন ধরে। কাছেও যেতে চান। আবার এমন সময়ে কত দূর এগনো উচিত, তাও ভাবছেন।
কী করবেন এমন পরিস্থিতিতে? তার সঙ্গে কি দেখা করতে চাওয়া ঠিক হবে? কথা বলার বেশি উৎসাহ দেখানোও কি ঠিক? মনে যদি কোনও রকম দ্বিধা থাকে, তবে তা অকারণ নয়। বরং জরুরি। এমন সময়ে কোনও পদক্ষেপ করার আগে ভেবে দেখা জরুরি।
তিনটি কথা মনে রাখতে পারলে আগামী দিনের জন্য ভাল। যেমন—
১) কথা বলার সুযোগ দিন। তার এ সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন নিজের মনে কথা বলতে পারার। আপনি যদি শোনেন, তবে এমনিই বন্ধুত্ব স্থাপন হবে।
২) ধৈর্য ধরুন। একবারে বেশি এগোবেন না। তাকে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিন।
৩) মাঝেমাঝেই তার খোঁজ নিন। তবে দেখবেন, এমন কিছু করবেন না, যাতে তিনি বিরক্ত হতে পারেন।
আগামী দিনে তার কাছাকাছি থাকতে চাইলে, এ সময়টা একটু বুঝেশুনে এগনোই জরুরি।