Work

Morning Practices: অফিস যাওয়ার কথা উঠলেই ক্লান্ত লাগে? ঘুম থেকে উঠেই কী করতে পারেন

মাঝেমধ্যে সকালে এতই ক্লান্ত লাগে যে অফিস যেতে ইচ্ছা করে না। সে সময়ে কী করবেন? যাতে কাজে মন বসে, আবার ক্লান্তও না লাগে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ২১:৩১
Share:

সকালে উঠেই যেন ক্লান্তি ঘিরে ধরে!

কাজের চাপ থাকে সকলেরই। তাতে যে মন বসে না এমনও নয়। কিন্তু দিনের পর দিন এক সময়ে অফিস যেতে ক্লান্তও লাগে।

Advertisement

সেই ক্লান্তি কাজে মন বসতে দেয় না। কাজের আনন্দ হারিয়ে যায়। মাঝেমধ্যে সে কারণে কাজও হয়তো বা বিশেষ ভাল হয় না। হয়তো নিয়মিত কিছু ভুল থেকে যায়।

দিনের পর দিন এমন চললে নিজের মন খারাপ হয়। আর সহকর্মীরাও বিরক্ত হন। ফলে কিছু পদক্ষেপ করা দরকার যাতে প্রতিদিন সুস্থ ভাবে, কর্মক্ষেত্রে নিজের সব দায়িত্ব পালন করতে পারেন।

Advertisement

সকালের কয়েকটি কাজ বদলে দিতে পারে এই পরিস্থিতি। ঘুম থেকে উঠেই কী কী করবেন?

১) শ্বাসের ব্যায়াম করুন। মন শান্ত হয়। মনোবল বাড়ে। ফলে কাজেও মন বসে।

মাঝেমধ্যে সহকর্মীদের সঙ্গে গল্পও করুন। মন ভাল থাকবে।

২) অফিসে গিয়ে কাজে বসার সময়ে অন্য চিন্তা মন থেকে বার করে দিন। সংসারের সমস্যা হোক কিংবা শরীর-স্বাস্থ্য নিয়ে ভাবনা, সব সে সময়ে দূরে রাখুন।

৩) খালি পেটে কাজে করবেন না। পেট ভরে প্রাতরাশ খেয়ে তবে কাজে বেরোন। খাবার কাজের শক্তি জোগায়। ভাবনাচিন্তাও ভাল করে।

৪) দিনের শুরুতেই সাজিয়ে নিন কাজের তালিকা। কোন কাজটি আগে করবেন, কোনটি পরে, ঠিক করে নিন।

৫) দিনের শুরুতে মিনিট পাঁচেক সহকর্মীদের সঙ্গে কথা বলে নিন। আশপাশের মানুষজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারলে মন ভাল হয়। কাজের ইচ্ছাও বাড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement