ফ্রেমবন্দি নিজস্ব মুহূর্তদের সুন্দর করুন এডিটিং অ্যাপের মাধ্যমে। ছবি: আইস্টক।
বর্ষশেষের রাত হোক বা নতুন বছরের প্রথম দিনটি উদ্যাপনের পরিকল্পনা— ছবি ছাড়া কি কিছু জমে? চুটিয়ে ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট না করলে এই প্রজন্মের উদ্যাপনের আঙিনায় বাদ পড়ে যায় আনন্দের খুদকুঁড়ো। তবে ছবি তুলতে ভালবাসলেই যে প্রত্যেকের কাছে দামি ডিএসএলআর থাকবে এমন কোনও কথা নেই। বরং ঘরোয়া আড্ডা হোক বা নিশিযাপনের পার্টি— মোবাইল ক্লিকই ভরসা সে সবে।
তবে শুধু ছবি তুললেই তো কাজ ফুরোয় না। বরং কাজ শুরু হয় বেশি করে। ছবি তুলে তার খুঁত ঢেকে তাকে ঝাঁ চকচকে করে কোলার মধ্যেই তো আসল মজা!
আর এই কাজটা এত দিন নিশ্চিত করে এসেছেন ফোনে ডাউনলোড করে রাখা ফোটো এডিটিং অ্যাপে। তবে সেরা এডিটিং এফেক্ট পেতে হলে ফোনে যে সব অ্যাপ রাখতেই হবে রইল তার সুলুকসন্ধান।
আরও পড়ুন: অনিয়মিত পিরিয়ড বা যন্ত্রণায় জেরবার? ওষুধ ছাড়াই সমস্যা কমান এই সব উপায়ে
পিক্সএলআর: প্লে স্টোরে গিয়ে নামিয়ে নিন এই অ্যাপ। যে কোনও ছবির কোলাজ হোক বা নতুন ফ্রেম বানিয়ে তার টুকটাক ত্রুটি সংশোধন— এই অ্যাপের মাধ্যমে সবই সম্ভব।এর রিভিউ সেকশনে গিয়ে দেখেও নিতে পারেন মতামত। ছবিতে এফেক্ট আনতেও এই অ্যাপের জুড়ি মেলা ভার।
পিক্সআর্ট: ফোনে একটু বেশি জায়গা থাকলে ডাউনলোড করে নিন এই অ্যাপ। ছবির নানা মাপ তৈরি থেকে শুরু করে নকসাদার কোলাজ, সাদামাটা ছবিকে সুন্দর করে তুলতে এই অ্যাপ নিঃসন্দেহে কার্যকর।
স্ন্যাপসিড:গুগলের নিজস্ব অ্যাপ স্ন্যাপসিড। জেপিজি-র পাশাপাশি যে কোনও ফরম্যাটের ছবিকেই এডিট করা যায়। দামি ক্যামেরায় তোলা ছবি হলেও এই অ্যাপ খুব কার্যকর। অ্যআপটি ব্যবহার করলেই দেখতে পাবেন, এর দ্বারা খুব সহজেই ছবির যে কোনও ফিনিশিং দেওয়া সম্ভব। খুব সাধারণ ছবিকে নিমেষে পেশাদারিত্বের ছোঁয়া এনে দিতে পারে এই অ্যাপ।
আরও পড়ুন: পার্টি পছন্দ করেন না? এই সব উপায়ে উদ্যাপন করুন বর্ষবরণের রাত
লেন্স ডিসটর্শান: ছবির এফেক্টে গিয়ে ছবির পরিবেশ বদলে যেতে পারে এই অ্যাপের মাধ্যমে। একাধিক এডিটিং লেয়ারে ছবিকে ফেলে তাতে বৃষ্টি, কুয়াশা, সূর্যোদয়— সব কিছুই যোগ করা যায় এই অ্যাপ। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এখনই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না। বেটা ভার্সানে থাকা এই অ্যাপ যাঁরা ব্যবহার করেছেন, তাঁদের রিভিউ পড়েই বোঝা যায় ছবি এডিটের ক্ষেত্রে এই অ্যাপ কতটা কার্যকর।
(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)