বহু কোভিড-আক্রান্তের মধ্যে জ্বর বা কাশির মতো কোনও উপসর্গ দেখা যাচ্ছে না। তাঁরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন বাইরে। ফলে আরও ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। কিন্তু তাঁদের কি একেবারেই কোনও উপসর্গ নেই?
‘ন্যাশনাল ইনস্টিটটিউট অব হেলথ’ বা ‘এনআইএইচ’-এর তরফে প্রকাশ করা হালের এক গবেষণাপত্রে দাবি করা হয়েছে, মুখের ভিতরের কয়েকটি পরিবর্তনও হতে পারে কোভিডের উপসর্গ। কী সেগুলি। দেখে নিন।