কোন কোন ছবি সমাজমাধ্যমে একেবারেই পোস্ট করবেন না? ছবি: ফ্রিপিক।
জীবনের প্রতিটি ছোট ছোট ঘটনা, ব্যক্তিগত মুহূর্ত সবই সমাজমাধ্যমে পোস্ট করে দেন? সে বিয়েবাড়ি যাওয়া থেকে নিজের সাজগোজ, এমনকি বাড়িঘর, এলাকা বা ব্যক্তিগত জীবনের নানা সময়ের স্মৃতি সমাজমাধ্যমে মেলে ধরেন অনেকেই। পরিবার, পরিজনের ছবি শেয়ার করতেও দ্বিধাবোধ করেন না। এমনকি অনেক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেন অনেকে। কিন্তু জানেন তো, ডিজিটাল মাধ্যমে এখন সাইবার প্রতারণার ঘটনা এতটাই বেড়ে গিয়েছে যে, ব্যক্তিগত জীবনের প্রতি মুহূর্ত উজাড় করে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে দিলে বিপদ ঘনাতে দেরি হবে না। নিরাপত্তার ফাঁক গলে সাইবার অপরাধীরা প্রতারণার জালে জড়াতে পারে আপনাকে।
কোন কোন ছবি সমাজমাধ্যমে একেবারেই পোস্ট করবেন না?
১) নিজের ব্যক্তিগত কোনও মুহূর্ত অথবা ঘনিষ্ঠ কোনও মুহূর্তের ছবি পোস্ট করবেন না। এই ধরনের ছবিগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে বিকৃত করে প্রতারণার ফাঁদ পাতে সাইবার অপরাধীরা। তার পর ব্ল্যাকমেল করে টাকা আদায়ের চেষ্টা করে।
২) ভুলেও নিজের পাসপোর্টের ছবি-তথ্য, ড্রাইভিং লাইসেন্স বা পরিচয়পত্রের কোনও তথ্য সমাজমাধ্যমে শেয়ার করবেন না।
৩) কোথাও ঘুরতে যাচ্ছেন, আবেগের বশে ট্রেন বা বিমানের টিকিটের ছবি অথবা আপনি কোন জায়গায় রয়েছেন, সেই ঠিকানা গুগ্ল ম্যাপের স্ক্রিনশট-সহ পোস্ট করবেন না একেবারেই। অনেকেই সিনেমা দেখতে গিয়ে বা রেস্তরাঁয় খেতে গিয়ে সেই লোকেশন গুগ্ল ম্যাপের ছবি-সহ শেয়ার করেন। এই অভ্যাস খুবই বিপজ্জনক বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা বিভাগ।
৪) অনেকেই নিজের মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা, এমনকি বাড়ির ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। সাইবার নিরাপত্তা বিভাগের তরফে জানানো হয়েছে, নিজের ফোন নম্বর তো নয়ই, এমনকি বাড়িঘরের ছবিও সমাজমাধ্যমে শেয়ার করবেন না। এতে আপনার বাড়ির ঠিকানা জেনে নিয়ে নানা ভাবে প্রতারণার জালে জড়ানোর চেষ্টা করবে সাইবার অপরাধীরা।
৫) ইমেল আইডি-ও সমাজমাধ্যমে শেয়ার করা উচিত নয় বলেই জানিয়েছে সাইবার নিরাপত্তা বিভাগ। বলা হয়েছে, আজকাল অনেকেই নিজের ইমেল বা জিমেল আইডি সমাজমাধ্যমে শেয়ার করেন। এই সব তথ্য সহজেই হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা। তার পরে ইমেলে অথবা জিমেলে বিভিন্ন লিঙ্ক মারফত ম্যালঅয়্যার পাঠিয়ে প্রতারণার চেষ্টা করে। তাই সাবধান থাকতেই হবে।