Lemon Peel

লেবু খেয়ে খোসা ফেলে দিচ্ছেন? জমিয়ে রাখলে অনেক অযথা খরচ বাঁচাতে পারেন

রাসায়নিক দেওয়া ক্লিনার ব্যবহার করলেই হাতে অস্বস্তি হয়। গলা খুসখুস করে। অনর্গল হাঁচি পড়তে শুরু করে। বাড়িতে যদি প্রাকৃতিক ক্লিনার তৈরি করা যায়, অনেক খরচও কিন্তু বেঁচে যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ২০:৫৭
Share:

লেবুর খোসা দিয়ে বাড়িতে তৈরি করা যায় ‘মাল্টিপারপাস ক্লিনার’। ছবি: সংগৃহীত।

দোকানে বিভিন্ন রঙের, নানা রকম সুগন্ধি দেওয়া ক্লিনার পাওয়া যায়। কিন্তু সেগুলির দাম নেহাত কম নয়। তার উপর, ঘরের মেঝে, হেঁশেলের সিঙ্ক, কাচের টেবিল, গ্যাস অভেন, মাইক্রোওয়েভ— সব কিছু জন্য আবার আলাদা ক্লিনার মজুত বাজারে। তাতে সমস্যা দুই। এক খরচ অনেক বেড়ে যায়, দুই, সেই সুগন্ধির বোতল খুলতে না খুলতেই হাঁচি শুরু হয়ে যায় অনেকের। গলা খুসখুস করে। চিকিৎসকেরা বলছেন, এই ধরনের সমস্যা রাসায়নিক থেকে হওয়া অ্যালার্জির কারণে হতে পারে। কিন্তু ঘর বা হেঁশেলের নোংরা, তেল পরিষ্কার করতে শুধু জল, সাবান ব্যবহার করলে হবে না। সেই সমস্যা সমাধানের পথ বাতলে দিয়েছেন এক প্রভাবী। আরমান আদমজান তাঁর সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে দেখিয়েছেন কী ভাবে প্রাকৃতিক কয়েকটি উপাদান দিয়ে বাড়িতেই ‘মাল্টিপারপাস ক্লিনার’ তৈরি করা যায়।

Advertisement

কী ভাবে তৈরি করবেন লেবুর ক্লিনার?

১) কমলালেবু বা মুসাম্বি লেবুর খোসা ফেলে না দিয়ে জমিয়ে রাখুন।

Advertisement

২) ছোট ছোট করে খোসা কুচিয়ে, স্প্রে বোতলের মধ্যে ভরে নিন।

৩) এ বার বোতলের মধ্যে অর্ধেক ভিনিগার এবং এক চা চামচ নুন দিয়ে দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন।

৪) তবে খেয়াল রাখতে হবে যে বোতলের মধ্যে এই মিশ্রণটি রাখছেন, তা যেন বায়ুরোধী হয়। কাচের হলে আরও ভাল।

ঘর পরিষ্কার করতে লেবুর রস ব্যবহার করবেন কেন?

১) বাজারজাত ক্লিনারের চেয়ে লেবুর রস বা খোসা দিয়ে তৈরি ক্লিনার সাশ্রয়ী।

২) বাড়িতে তৈরি ক্লিনার একেবারেই রাসায়নিকমুক্ত। তাই এখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।

৩) লেবুর নিজস্ব একটা গন্ধ রয়েছে। এই ধরনের গন্ধ শরীরে গেলে ফুসফুসের কোনও ক্ষতি হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement