কলকাতার বাসে যে কথাগুলো সব সময়েই শোনা যায়

সকালবেলা ঘুম থেকে উঠে কোনওমতে স্নান খাওয়া সেরে উঠে ঘড়ির দিকে তাকাতেই আঁতকে উঠতে হয়। ইশ, আজও লেট না হয়। টাইমে অফিস পৌঁছতে শুরু দৌড়। মেট্রো থাকলেও, সময়ে অফিস পৌঁছতে আজও আম অফিসযাত্রীর বড় ভরসা বাস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ১৪:২০
Share:

খালি হাওড়া: অফিস টাইমে হাওড়াগামী যে কোনও বাসের সবচেয়ে পরিচিত মন্তব্য। বাস ভর্তি থাকলেও ‘খালি হাওড়া’য় বদল হয় না।

সকালবেলা ঘুম থেকে উঠে কোনওমতে স্নান খাওয়া সেরে উঠে ঘড়ির দিকে তাকাতেই আঁতকে উঠতে হয়। ইশ, আজও লেট না হয়। টাইমে অফিস পৌঁছতে শুরু দৌড়। মেট্রো থাকলেও, সময়ে অফিস পৌঁছতে আজও আম অফিসযাত্রীর বড় ভরসা বাস। আর বাস মানেই বিচিত্র সব কথোপকথন। সগের গ্যালারিতে আমরা তেমনই কিছু কথা রাখলাম। দেখুন তো এর মধ্যে কতগুলি আপনি শুনেছেন।

Advertisement

আরও পড়ুন: এই গরমে কাহিল? ঘুরে আসতে পারেন ঘরের কাছের এই পাহাড়গুলোয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement