NASA

সোনালি কিংবা লাল নয় সূর্যের রং, আসল রং কী? নিজেই জানালেন নাসার এক মহাকাশচারী

সকালে সোনালি থেকে গোধূলিতে লাল, দিনের এক এক সময় এক এক রঙে ধরা দেয় সূর্য। সূর্যের আসল রং কী? রহস্য উদঘাটন করলেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী স্কট কেলি।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৫
Share:

সূর্যের আসল রং কী? প্রতীকী ছবি

লাল, কমলা কিংবা সোনালি, ছেলেবেলায় ছবি আঁকার সময় এমনই নানান রং ব্যবহার করা হয় সূর্য আঁকার সময়। তবে বিজ্ঞানীরা কিন্তু বলছেন এর কোনওটিই সূর্যের আসল রং নয়। সূর্যের আসল রং কী, তা জানালেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী স্কট কেলি।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, সূর্যের আসল রং ধবধবে সাদা। ‘লেটেস্ট ইন স্পেস’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এই বিষয়ে একটি টুইট করা হয়। স্কট কেলি সেটি রিটুইট করে জানিয়েছেন, বিষয়টি সত্যি। মহাকাশ থেকে সূর্যের যে রূপ দেখা যায় তাতে কোনও রং থাকে না।

মহাকাশে সাদা মনে হয় সূর্যকে। ছবি: সংগৃহীত

তা হলে কেন দিনের বিভিন্ন সময়ে এমন ভিন্ন ভিন্ন রঙে দেখা যায় সূর্যকে? তারও উত্তর আছে বিজ্ঞানের কাছে। আসলে সাদা রঙের ভিতরে থাকে সাত-সাতটি রং, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এ সব ধরনের রঙের আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক আলাদা। ফলে রশ্মিগুলি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তাদের যে প্রতিসরণ হয়, তার মানও আলাদা। হলুদ, কমলা, লালের মতো রশ্মিগুলিই আমরা বেশি দেখতে পাই। তাই সেই রঙের মনে হয় সূর্যকে। মহাকাশে বায়ুমণ্ডল না থাকায় সব রশ্মি একত্রে দেখা যায়। তাই সাদা মনে হয় সূর্যকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement