Edugraph 18 under 18

১৮-র আগেই ভিড়ের মধ্যে আলাদা ওরা, সেরা ১৮-কে সম্মান জানাবে ‘এডুগ্রাফ’

প্রতিভাবান স্কুলপড়ুয়াদের সম্মান জানাতে, তাদের কাজকে বিশ্বের দরবারে তুলে ধরতে শুরু হয়েছে দ্য টেলিগ্রাফ অনলাইনের ‘এডুগ্রাফ এইট্টিন আন্ডার এইট্টিন’। বুধবার সম্মান জানানো হবে সেরা ১৮-কে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ২১:০৮
Share:

গত বছরের বিজয়ীরা। —নিজস্ব চিত্র।

কেউ যোগাসনে পারদর্শী, কারও শক্তির জায়গা তারযন্ত্র। আবার কারও কলম চলে তরতরিয়ে, কেউ যাকে-তাকে দিতে পারে চেকমেট! ১৮-এ পা দেওয়ার আগেই নিজ নিজ ক্ষেত্রে বিশেষ ভাবে দক্ষতা প্রমাণ করেছে ওরা। সেই তাদেরই সম্মান জানাবে দ্য টেলিগ্রাফ অনলাইনের ‘এডুগ্রাফ’।

Advertisement

আগামী ২৪ জানুয়ারি, বুধবার ‘সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল’-এর অডিটরিয়ামে জড়ো হবেন সকলে। এনএসএইচএম নলেজ ক্যামপাস দ্বারা প্রযোজিত ‘এডুগ্রাফ এইট্টিন আন্ডার এইট্টিন’-এর মঞ্চে ১৮ জন কৃতী কিশোর-কিশোরীকে জানানো হবে সম্মান।

এ বছরই প্রথম নয়। গত তিন বছর ধরে পূর্ব ভারতের নানা প্রান্তের স্কুলপড়ুয়াদের খেলা থেকে সঙ্গীত, নাচ থেকে শিল্পকলার মতো নানা অভ্যাসে উৎসাহ দিতে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রতিভাবান শিক্ষার্থীদের কুর্নিশ জানাতে, তাদের কাজকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই প্রতিযোগিতা বছর বছর করছে ‘দ্য টেলিগ্রাফ অনলাইন’। প্রতি বারের মতো এ বারও ধাপে ধাপে চলেছে বাছাই পর্ব।

Advertisement

চূড়ান্ত পর্বে পৌঁছয় ৫০ জন প্রতিযোগী। তাদের মধ্যে থেকে সেরা ১৮-কে বেছে নেন ন’জন বিচারক। অনুষ্ঠানের মঞ্চে সেরা ১৮-কেই সম্মান জানানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement