চশমার কাচ পরিষ্কার করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত
আচমকা মাটিতে পড়ে গেলে বা কিছুটা ধুলো লেগে গেলে চশমার কাচ পরিষ্কার করবেন কী ভাবে? কাপড় দিয়ে মুছে নেওয়ার কথা ভাবছেন কি? তাতে কাচের গায়ে পাকাপাকি ভাবে দাগ পড়ে যেতে পারে। শুধু জল দিয়ে ধুলেও কাচের গায়ে লেগে থাকে ধুলোর পুরোটা পরিষ্কার নাও হতে পারে। সে ক্ষেত্রে উপায়?
ধুলো লাগা চশমার কাচ পরিষ্কার করার কয়েকটি পদ্ধতি রয়েছে।
• এক চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। সেই পেস্ট নরম কাপড়ে লাগিয়ে তা দিয়ে চশমার কাচ পরিষ্কার করুন।
• বেকিং সোজা নেই? তা হলে চশমার কাচ সাধারণ জলে একটু ধুয়ে নিন। তার পরে নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে তা দিয়ে কাচ পরিষ্কার করুন।
• ধুলো চিটচিটে হয়ে বসে গিয়েছে চশমার কাচের গায়ে? সে ক্ষেত্রে এক চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ ভিনিগার মিশিয়ে পেস্ট বানান। নরম কাপড়ে সেই পেস্ট মাখিয়ে কাচ পরিষ্কার করুন।