Pets

গরমে সুস্থ রাখতে আপনার পোষ্য কুকুরকে কী খাওয়াবেন?

এমন ভাবে এই পদ নির্বাচন করতে হবে, যাতে ওর গরমের কষ্ঠ কিছুটা কমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১২:২৬
Share:

তরমুজ কুকুরের পেটের জন্য ভাল। ছবি: সংগৃহীত

গরমে আপনার চেয়েও বেশি কষ্টে থাকে আপনার বাড়ির পোষ্য কুকুর। যে বাড়িতে ওদের সারা ক্ষণ শীতাতপ নিয়ন্ত্রণের মধ্যে রাখার সুযোগ আছে, তার কথা আলাদা। কিন্তু যাদের সেই সুযোগ নেই, তাদের দরকার বিশেষ যত্নের। বিশেষ করে খাবারে।

Advertisement

গরমের সময় আপনার পোষ্যকে কী কী খেতে দেবেন? এমন ভাবে এই পদ নির্বাচন করতে হবে, যাতে ওর গরমের কষ্ঠ কিছুটা কমে।

Advertisement

তরমুজ: এতে প্রচুর জল থাকে। তাই গরমে এটি আপনার পোষ্যের পেটের জন্য ভাল। তা ছাড়া তরমুজে থাকা নানা ধরনের ভিটামিন ওর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। কিন্তু একটি বিষয়ে সাবধান! কোনও ভাবেই তরমুজের বীজ যেন ওর পেটে না যায়। সে ক্ষেত্রে তা পেটে আটকে গিয়ে সমস্যা ডেকে আনতে পারে।

শসা: পোষ্যের যদি ওজন কিছুটা কমে, তাতে আপনার আপত্তি আছে কি? তা যদি না থাকে, তা হলে ওকে গ্রীষ্মকালে শসা খেতে দিন। এতেও প্রচুর জল আছে। শসায় ওর পেটও ভরবে, ওজনও বাড়বে না, আবার জলের চাহিদাও কিছুটা পূরণ হবে।

ডাবের জল: শুধু মানুষের জন্য নয়, কুকুরের জন্যও এই জল একদম নিরাপদ। এতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে। তা কুকুরের শরীর গরমেও তাজা রাখে।

আম: অল্প করে আম খেতে দিন ওকে। রসালো মিষ্টি ফল গরমে এমনিই খুব উপকারী। আমের প্রচুর ভিটামিন শরীর তাজা রাখে। মানুষ এবং কুকুর— দু’জনের জন্যই কথাটা সত্যি।

আদা: গরমে বহু কুকুর পেটের নানা সমস্যায় ভোগে। এর সবচেয়ে ভাল উপশম আদা। ডাবের জলের সঙ্গে আদা মিশিয়ে ওকে দিতে পারেন। ওর পেট ভাল থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement