Sujoy Prasad Chatterjee

গানে-ভাষ্যে-এস্রাজে ভরা শীতে শান্তিনিকেতনে রবি-উদ্‌যাপন, আয়োজনে সুজয়, চৈতালি

সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের সংস্থার বার্ষিক অনুষ্ঠান শান্তিনিকেতনে। আয়োজনে সুজয়ের সঙ্গী বাচিক শিল্পী চৈতালি দাশগুপ্তের সংস্থা ‘শ্রাবস্তী’ এবং প্রকাশনী সংস্থা ‘বীরুৎজাতীয় সাহিত‍্য সম্মেলনী’।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১১:৫৯
Share:

ছবি: অনুষ্ঠানের পোস্টার থেকে সংগৃহীত।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কিংবা মৃত‍্যুদিন, কোনও তারিখই আসন্ন নয়। তবু এই ভরা শীতে, ৭ ডিসেম্বর শান্তিনিকেতনের মাটিতে রবি-উৎসবের আয়োজন করেছে শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের আন্তঃসাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী ‘এস পি সি ক্র‍্যাফ্ট’। সুজয়ের হাতে তৈরি সংস্থার ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ‍ে এই উৎসব। তবে আয়োজনে সুজয়ের সঙ্গী বাচিক শিল্পী চৈতালি দাশগুপ্তের সংস্থা ‘শ্রাবস্তী’ এবং প্রকাশনী সংস্থা ‘বীরুৎজাতীয় সাহিত‍্য সম্মেলনী’।

Advertisement

রবীন্দ্রনাথের সঙ্গে বাঙালির সম্পর্ক দৈনন্দিনের। সুখ, দুঃখ, প্রেম-বিচ্ছেদ, বিরহ চেতনায় রবির আলো ভরসা জোগায়। তাই শুধু ২৫ বৈশাখ কিংবা ২২ শ্রাবণ নয়, সুজয়ের মতে, রবীন্দ্রনাথকে বছরের যে কোনও সময় উদ‌্‌যাপন করা যায়। অনুষ্ঠানের আসর বসবে রবীন্দ্র-সংগীতশিল্পী প্রয়াত নীলিমা সেনের বাড়ি ‘সোনাঝুরি’তে। শান্তিনিকেতন, পূর্বপল্লীর এই বাড়ি এক সময় শিল্প-সংস্কৃতি চর্চার অন‍্যতম পীঠস্থান ছিল। সংস্কৃতি চর্চার সেই প্রবাহ এখনও জারি আছে এই বাড়ি জুড়ে। সুজয় বলেন, ‘‘উন্মুক্ত প্রকৃতির মাঝে এই শিল্পচর্চা আমি আমার ছাত্র-ছাত্রীদের মাঝে জারিত করতে চেয়েছিলাম। শান্তিনিকেতনের কোনও প্রেক্ষাগৃহে আমি এই অনুষ্ঠান করতেই পারতাম। কিন্তু সেটা করতে চাইনি। এই বাড়িতে অনুষ্ঠান করা আমাদের কাছে অত‍্যন্ত সম্মানের।’’

অনুষ্ঠানটি ভাগ করা হয়েছে দু’টি অর্ধে। প্রথমার্ধে ভাষ্য পাঠের মাধ্যমে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের নাটকে স্বদেশচেতনার বিষয়টি। শুধু স্বদেশচেতনা নয়, জাতীয়তাবোধ এবং গোটা দেশ জুড়ে সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন (যা একেবারেই দলীয় রাজনীতির ঊর্ধ্বে) নিয়ে এই ভাষ‍্য লিখেছেন প্রকৃতি মুখোপাধ‍্যায়। ভাষ‍্য পাঠ করবেন সুজয়ের ছাত্র-ছাত্রীরা। ভাষ‍্যের গান গাইবেন প্রত‍্যুষ মুখোপাধ‍্যায়। অনুষ্ঠানের প্রথম ধাপের এমনই সূচি। তবে অনুষ্ঠানের সূচনা হবে শান্তিনিকেতন থিয়েটারের দল ‘স্থাপনা’র কলাকুশলীদের রবীন্দ্রনাথের ‘ফাল্গুনী’ নাটকের একটি দৃশ‍্যের অভিনয়ের মাধ‍্যমে। সূচনা পর্বের সূত্র-সংগীত গাইবেন শরণ‍্যা সেনগুপ্ত।

Advertisement

দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ একা নন, কবি-পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরও জুড়ে গিয়েছেন অনুষ্ঠানের সঙ্গে। তাই এই দ্বিতীয় ভাগের অনুষ্ঠানের শিরোনাম ‘রবি ও রথী’। ঠাকুরবাড়ির পিতা এবং পুত্রকে নিয়ে গবেষণাধর্মী ভাষ‍্য লিখেছেন চৈতালি দাশগুপ্ত। তিনি ভাষ‍্যপাঠেও থাকছেন। সঙ্গে রয়েছেন সুজয় এবং পরন্তপ কেতন। ভাষ‍্যের গানে গলা মেলাবেন প্রিয়ম মুখোপাধ‍্যায়, ঋতপা ভট্টাচার্য, প্রকৃতি মুখোপাধ‍্যায় এবং দীপাঞ্জন পাল। এস্রাজে তথাগত মিশ্র। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাট‍্যব‍্যক্তিত্ব সোহাগ সেন এবং সোহিনী সেনগুপ্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement