পেটের গণ্ডগোলের কারণে মনের সমস্যা হতে পারে। ছবি: সংগৃহীত
আপাত ভাবে মনে হতে পারে, মনের সঙ্গে পেটের কোনও সম্পর্ক নেই। কিন্তু আদপেও তা নয়। কারণ পেটের গণ্ডগোলের তীব্র প্রভাব পড়তে পারে মনে। এমনই বলছে হালের গবেষণা।
সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, পেটের গণ্ডগোলে যাঁরা নিয়মিত ভোগেন, তাঁদের মনে চাপ পড়তে পারে। এমনকি দীর্ঘ দিন পেটের গণ্ডগোলে ভুগলে তা ডেকে আনতে পারে অবসাদের মতো সমস্যাও।
এর কারণ কী? চিকিৎসকরা বলছেন, পেট এবং মস্তিষ্কের মধ্যে ‘ভেগাস’ নামক স্নায়ু রয়েছে। যা এই দুই অঙ্গের মধ্যে যোগসূত্রের কাজ করে। এই স্নায়ু মস্তিষ্কের নানা কাজে প্রভাব ফেলে। তার মধ্যে মানসিক স্বাস্থ্য যেমন রয়েছে, তেমনই রয়েছে হৃদ্যন্ত্রের কার্যকলাপও।
সব মিলিয়ে যাঁদের পেটের গণ্ডগোল লেগেই থাকে, তাঁদের মনের উপরও চাপ পড়তে থাকে। মানসিক স্বাস্থ্যের অবনতি হয়।