প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
চুলের যত্ন এখন শ্যাম্পু-কন্ডিশনারের পাশাপাশি হেয়ার সিরামও যোগ হয়ে গিয়েছে। চুলে যাতে জট না পরে, আর্দ্রতা বজায় থাকে এবং চুল ঝলমলে হয়, সেই কারণেই সিরাম ব্যবহার করা। অনেক সময়ে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকেই চুল বাঁচায় এই সিরামগুলি। তাই বুঝতেই পারছেন, কেন এই সিরামগুলি এতটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিতে পেরেছে। তবে ঠিক ভাবে ব্যবহার না করলে কোনও উপকারই পাওয়া যায় না সিরামের। তাই একবার মিলিয়ে নিন, সব নিয়ম মানছেন কি না।
কখন লাগাচ্ছেন
অনেকে ভাবেন সিরাম লাগালে চুল চকচক করবে। তাই যে কোনও সময়েই বাইরে বেরোনোর আগে লাগিয়ে নেন। কিন্তু তাতে চুলের লাভ হবে না খুব একটা। শ্যাম্পু-কন্ডিশনার লাগানো হয়ে গেলে ভিজে চুল নরম তোয়ালে দিয়ে মুছে, সেই চুলে সিরাম লাগানো উচিত। সিরাম চুলের উপর একটি স্তর তৈরি করে। যাতে চার পাশের ধুলো-বালি, ক্ষতিকর সূর্যের রশ্মি, দূষণের হাত থেকে বাঁচতে পারে চুল এবং সুস্বাস্থ্য বজায় থাকে। সামান্য ভিজে চুলে লাগালে সবচেয়ে ভাল করা করবে সিরাম।
প্রতীকী ছবি।
কতটা লাগাবেন
খুব বেশি পরিমাণে লাগালে চুল তেলতেলে হয়ে গিয়ে নেতিয়ে পড়বে। বিশেষ করে যাঁদের সরু সোজা চুল। কোঁকড়া চুলের ক্ষেত্রে অবশ্য একটু বেশি পরিমাণে সিরাম লাগে। তবে সোজা চুল হলে ১-২ ফোঁটা সিরামই যথেষ্ট।
কী ভাবে লাগাবেন
সিরাম এমনিতে বেশ গাঢ় হয়। তাই হাতে নিয়ে দু’হাতের তালুতে ঘষে ছড়িয়ে নিন প্রথমে। তারপর চুলে নীচ থেকে লাগানো শুরু করে মাঝামাঝা পর্যন্ত নিয়ে আসুন। কিন্তু মাথার তালুতে একদম লাগাবেন না। চুল নেতিয়ে পড়বেই।