Lovelife Tips

সঙ্গীর কি অন্য কাউকে পছন্দ হল? বুঝবেন কী ভাবে

দু’জনের মাঝে তৃতীয় কারও প্রবেশ ঘটছে কি? এমন ধরনের ঘটনা বুঝে নেওয়ার কিছু সহজ উপায় রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ২২:২৬
Share:

নতুন সঙ্গীর কথা তিনি যদি না জানান, তবে কী করবেন? ফাইল চিত্র

একসঙ্গে আনন্দেই কাটছিল। কিন্তু ছন্দপতন ঘটছে। তবে কি বদল আসছে সম্পর্কে? দু’জনের মাঝে তৃতীয় কারও প্রবেশ ঘটছে কি? এমন ঘটনা নতুন নয়। হয়েই থাকে। কিন্তু নিজের জীবনে নতুন মোড় আসতে চলেছে কি না, তা বুঝে নেওয়া দরকার।

Advertisement

সঙ্গীর যদি অন্য কাউকে পছন্দ হয়, তা সবার আগে আপনার জানা দরকার। কিন্তু তিনি যদি না বলেন। তবে কী করবেন? আর এক জনের উপস্থিতির কথা টের পাওয়া যাবে কী ভাবে?

এমন ধরনের ঘটনা বুঝে নেওয়ার কিছু সহজ উপায় রয়েছে। যেমন—

Advertisement

সঙ্গী কি আপনাকে এড়িয়ে যাচ্ছেন?

কিছু কথা বলতে অস্বস্তি হয়। বিশেষ করে প্রেমিকাকে নতুন প্রেমের কথা জানাতে। তখন অনেকের মধ্যেই এই এড়িয়ে চলার প্রবণতা দেখা দেয়।

আপনার সাজ কিংবা কাজ, কোনও কিছুতেই নজর নেই তাঁর?

এমনও হয়। সঙ্গীর জীবনে নতুন একটি সম্পর্ক এসেছে। মনের অনেকটা অংশ তাতেই ব্যস্ত। ফলে পুরনো সম্পর্কে নজর কম যায় এই সময়ে।

ভালবাসা যেন নেই?

ভালবাসার সংজ্ঞা এক একটি সম্পর্কে এক এক রকম। কারও কাছে ভালবাসা প্রকাশ করা মানে রান্না করে খাওয়ানো, তো কারও ক্ষেত্রে একসঙ্গে সিনেমা দেখা। তাতেই ধরা থাকে সম্পর্কের উষ্ণতা। নতুন কোনও সম্পর্ক তৈরি হলে এই সব কাজেই কিছুটা বদল আসে। প্রেমিক বা প্রেমিকা তা অবশ্যই টের পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement