shilpa shetty

Shilpa Shetty: জিমে যাওয়ার সময় নেই, বাসের মধ্যেই শরীরচর্চায় মগ্ন শিল্পা! ভিডিয়ো দেখে মুগ্ধ অনুরাগীরা

এ বার যে কাণ্ড করলেন শিল্পা, তা নিয়ে নেটাগরিরদের মধ্যে চর্চার শেষ নেই। কী এমন করলেন তিনি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৬:২৬
Share:

শিল্পা শেট্টি।

তবে এ বার যে কাণ্ড করলেন শিল্পা, তা নিয়ে নেটাগরিরদের মধ্যে চর্চার শেষ নেই। কী এমন করলেন তিনি? চলন্ত বাসেই এ বার তিনি শুরু করলেন শরীরচর্চা। পরনে ডেনিম প্যান্ট ও জ্যাকেট, চোখে রোদচশমা। সেই পরেই সারছেন পুল-আপ, পুস-আপ ও লাঞ্জ।

Advertisement

বিমানবন্দরে বিমান ধরতে যাওয়ার সময়ে বাসে করে যাচ্ছিলেন শিল্পা। বাসটি একেবারেই খালি দেখে নিজেকে আর সামলাতে পারেননি অভিনেত্রী। শুরু করে দেন ব্যায়াম।

নিজের ইনস্টাগ্রামের পেজে এই ভিডিয়োটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘‘বাড়ি ফেরার পথে শরীরচর্চাটাও সেরে নিলাম! এক ঢিলে দুই পাখি!’’

Advertisement
আরও পড়ুন:

শিল্পার এই কেরামতি দেখে হতবাক নেটদুনিয়া। তাঁর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে নেটাগরিকরা। ভিডিয়োটি দেখে ভক্তরা আপ্লুত। কেউ বলেছেন, ‘আপনার প্রচেষ্টাটি অসাধারণ।’ কেউ আবার বলেছেন, ‘আপনি আমাদের আমাদের কাছে অণুপ্রেরণা’!

মাঝেমধ্যেই নিজের রোজের জীবনের কিছু ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শিল্পা শেট্টি। কখনও তা রান্নার ভিডিয়ো, কখনও আবার ধ্যান বা শরীরচর্চার ছবি। শিল্পার এই নতুন কীর্তির পর আর কী করবেন অভিনেত্রী। সেই দিকেই তাকিয়ে তাঁর ভক্তকূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement