পাত্র পছন্দ নয় কনের। ছবি: শাটারস্টক
বিয়ে করতে এসে মনোমতো যৌতুক না পেয়ে মণ্ডপে বিয়ে ভেঙে দিয়েছেন বর— এমন ঘটনা মাঝেমধ্যেই উঠে আসে সংবাদের শিরোনামে। তবে সম্প্রতি উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় এক কনে বিয়ের মণ্ডপে বিয়ে ভেঙে দিলেন। বরের গায়ের রং উজ্জ্বল নয়, তাই বিয়ে করতে রাজি হলেন না কনে।
কনের সাজে হাতে বরমালা নিয়ে মণ্ডপে এলেন কনে। তবে সেখানে বরকে প্রথম বার দেখেই মন বদলে গেল তরুণীর। কিছুতেই মালাবদল করতে রাজি হলেন না তিনি। তরুণীর সিদ্ধান্ত শুনে হতবাক পরিবারের সদস্যরা। নানা অছিলায় তরুণীর সিদ্ধান্ত বদলের চেষ্টা করেন তাঁরা। পরিবারের শত অনুরোধ শুনেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তরুণী। কেন এমন সিদ্ধান্ত, প্রশ্ন করায় তরুণী বলেন, ‘‘এই ছেলের গায়ের রং বড্ড কালো, বয়সেও ও অনেকটাই বড় আমার থেকে। তাই আমি মোটেই এই বিয়ে করব না।’’ কনের কীর্তিতে হতাশ হয়ে বরযাত্রীদের নিয়ে ফিরে আসেন হবু বর।
ঘটনার পর বরপক্ষ পঞ্চায়েতের কাছে কনের বিরুদ্ধে অভিযোগ করে। ছবি: শাটারস্টক
এই ঘটনায় বরপক্ষ পঞ্চায়েতের কাছে কনের বিরুদ্ধে অভিযোগ করে। কনে পঞ্চায়েতকে জানান, ‘‘বিয়ের আগে আমায় বরের যে ছবি দেখানো হয়েছিল, তার সঙ্গে বাস্তবের বরের কোনও মিল নেই। ছবিতে অনেক কারসাজি করা হয়েছিল। বাস্তবে ছেলেটির গায়ের রং যথেষ্ট কালো, সে বয়সেও আমার থেকে অনেকটাই বড়। তাই পরিবারের লোকেরা অনেক বার বোঝানোর পরেও আমি বিয়ে করতে রাজি হইনি।’’